ফুটবল মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের অংশ হিসেবে আবারও মুখোমুখি হচ্ছে ফুটবলের এই পরাশক্তি।
চলতি মাসে দু'টি ম্যাচ খেলবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ দুটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এই দুটি ম্যাচে খেলার জন্য আর্জেন্টিনার তারকারা ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেছেন। পিএসজি তারকা লিওনেল মেসি, আঙ্গেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেসরা যোগ দিয়েছেন দলের সঙ্গে।
আর্জেন্টিনার প্রথম ম্যাচটি নভেম্বরের ১৩ তারিখে, উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে মেসিরা খেলবে ১৭ নভেম্বর। ম্যাচটি হবে আর্জেন্টিনার মাঠে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ