টি-টোয়েন্টি ম্যাচে সোমবার নামিবিয়ার সঙ্গে খেলার শেষেই রবি শাস্ত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হল। ম্যাচ শেষে শাস্ত্রী জড়িয়ে ধরলেন বিরাট কোহলিকে। এক আবেগঘন মুহূর্ত। টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের আধিনায়ক হিসেবে বিরাটেরও ইনিংস শেষ হল এদিন।
বিরাট নিজেই অবশ্য সরে যেতে চেয়েছেন নেতৃত্ব থেকে। নামিবিয়ার বিরুদ্ধে টস করার সময় জানিয়ে দিলেন পরের অধিনায়কের নামও- আমার মনে হয় রোহিত, আমার অবর্তমানে দলকে ও সঠিক নেতৃত্ব দিয়েছে।
রবি শাস্ত্রীকে কোচ হিসেবে দেখা না গেলেও বিরাটকে খেলোয়াড় হিসেবে দেখা যাবে। বললেন- একজন সাধারণ খেলোয়াড় হিসেবে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। রবি শাস্ত্রীর বিদায়টা অবশ্য অনেক বেশি আবেগপ্রবণ। তিনি ভারতীয় দলের ৪৩টি টেস্ট ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন। এর মধ্যে ২৫টি টেস্ট ভারতীয় দল জিতেছে, হেরেছে ১৩টিতে। একদিনের ম্যাচ খেলেছে ভারতীয় দল ৭৬টি। ৫১টি জয় ও ২২টি হারের রেকর্ড শাস্ত্রীর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ