বিশ্বকাপ বাছাইপর্বে কাজাকাস্তান ও ফিনল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের হয়ে আর খেলতে দেখা যাবে না দলটির মিডফিল্ডার পল পগবাকে। ডান থাইয়ের ইনজুরির কারণে পগবার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ফরাসি ফেডারেশন (এফএফএফ)।
গতকাল সোমবার কাজাখাস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় ঊরুতে চোট পান ম্যানচেস্টার ইউনাইটেডের এ মিডফিল্ডার।
চোটের কারণে আগামী শনিবার (১৩ নভেম্বর) ঘরের মাঠে হতে যাওয়া কাজাখস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফ্রান্সের হয়ে দেখা যাবে না পগবাকে। ১৬ নভেম্বর ফিনল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না দলটির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
এক বিবৃবিতে এফএফএফ জানিয়েছে, ‘কাজাকাস্তানের বিপক্ষে পার্ক ডি প্রিন্সেসে ও ফিনল্যান্ডের বিপক্ষে হেলসেঙ্কিতে বাছাইপর্বের দুটি ম্যাচে পগবা খেলতে পারছেন না। তার স্থানে রোমা জর্ডান ভেরেটুটকে দলভুক্ত করা হয়েছে।’
ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে গ্রুপ-ডি’র শীর্ষে রয়েছে ফ্রান্স। কাজাকদের হারাতে পারলেই আগামী বছর কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন