টি-২০ ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই। এতে কোনও চমক নেই। প্রত্যাশা মতোই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই নেতৃত্ব দেবেন হিটম্যান।
এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। মঙ্গলবার (৯ নভেম্বর) নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই রোহিতকে অধিনায়ক ঘোষিত করা হয়। তার ডেপুটি করা হয়েছে কেএল রাহুলকে। রোহিতের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। আগের দিন নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে বিরাট কোহলি নিজেই এমন ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে তাতে সিলমোহর দিল বিসিসিআই।
দলে বেশ কয়েকটা পরিবর্তন করা হয়েছে। সুযোগ পেয়েছেন আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। দলে ফেরানো হয়েছে যুজবেন্দ্র চাহালকেও। টি-২০ বিশ্বকাপে তাকে দলে না রাখা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। এছাড়াও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সুযোগ দেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জাশপ্রীত বুমরা এবং মোহম্মদ শামিকে। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মোহম্মদ সিরাজ এবং আবেশ খানকে।
নিজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল -
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, আবেশ খান, অক্ষর প্যাটেল, দীপক চাহার, মহম্মদ সিরাজ
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত