শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার সম্মানজনক সামাধানের আশ্বাসে অবশেষে আন্দোলন থেকে সরে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত টানা ৮ ঘন্টার আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমঝোতার ভিত্তিতে যৌক্তিক ও সম্মানজনক সমাধানের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।
আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সংকট সমাধানে শিক্ষক সমিতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়ে বলেন, 'শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণ বয়ে আনবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, 'আমরা সবসময় একটি সম্মানজনক সমাধান চেয়েছি। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা পেয়েছি।'
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, 'দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে মামলার বিষয়ে একটি সম্মানজনক সমাধানের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।'
উল্লেখ্য, গত ২৬ মে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। মানববন্ধন, মৌন ও বিক্ষোভ মিছিল, সমাবেশ, আমরণ অনশনের পর গত সোমবার থেকে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষ প্রশাসনিক ভবনে আলোচনায় বসে।
বিডি প্রতিদিন/৪ আগস্ট, ২০১৭/ফারজানা