রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন সেমিনার সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমদ এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের করপোরেট এ্যাফেয়ার্স প্রধান ড. জিয়াউর রহমান।
সেমিনারে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যমের উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। গণমাধ্যমকে আরো কার্যকর করার জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন বিশেষ গুরুত্ববহ। বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। উচ্চ শিক্ষায়তনে এ বিষয়ে পঠন-পাঠন চলছে। গণমাধ্যমের বিকাশ ও প্রসার এদেশের উন্নয়নে বিশেষ করে কৃষির উন্নয়নে কী ভূমিকা পালন করছে তা অনুসন্ধান করা জরুরি যাতে করে একে আরো কার্যকরভাবে ব্যবহার করা যায়। সেই লক্ষ্যে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাদেমুল ইসলাম। সেখানে কৃষি সম্প্রসারণ বিভাগের আহসান হাবিব খান, বীজ প্রত্যয়ন সংস্থার মো. সিরাজুল ইসলাম, ডেইলি স্টারের রিয়াজ আহমদ, মৃত্তিকা গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের আবু তাওয়াব প্রমুখ প্রবন্ধের উপর আলোচনা করেন।
অধ্যাপক খাদেমুল ইসলাম প্রবন্ধে বলেন, বাংলাদেশে আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমগুলো ভূমিকা রেখেছে। কৃষি সংক্রান্ত তথ্য কৃষকের কাছে পৌঁছে দেয়ার জন্য গণমাধ্যম কাজ করে যাচ্ছে। সর্বশেষ উন্নত প্রযুক্তির সুফল ও গুণাগুণ কৃষকের সামনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কথোপকথন, প্রামাণ্যচিত্র ইত্যাদির মাধ্যমে তুলে ধরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও এর আধুনিকায়নে সহায়তা করছে। গণমাধ্যম কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু প্রায়ই গণমাধ্যমকে কৃষির উন্নয়ন প্রক্রিয়ায় সঠিকভাবে প্রয়োগ করা হয় না। ফলে কৃষির উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উচ্চাশা পোষণ করা হলেও বাস্তবে দেখা যায় গণমাধ্যমের ভূমিকা যতটা প্রত্যাশা করা হয় ঠিক ততটা নয়।
কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা কার্যকর না হওয়ার কারণসমূহ হিসেবে তিনি কৃষি সমস্যা যথাযথভাবে গণমাধ্যমে তুলে না ধরা, কৃষকদের সীমিত গণমাধ্যম ব্যবহারের সুযোগ, কৃষি উন্নয়ন বিষয়ে আকর্ষণীয় অনুষ্ঠানের অভাব, ভেজালমুক্ত কৃষি উপকরণের ঘাটতি ইত্যাদির কথা উল্লেখ করেন। এসব সমস্যার প্রতিকারে এই সেমিনারের আলোচনা থেকে দিক-নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি প্রত্যশা ব্যক্ত করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সেমিনারে
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান, ড. মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল. ড. সাজ্জাদ বকুল, ড. এ বি এম সাইফুল ইসলাম, প্রভাষক মো. আব্দুল্লাহীল বাকী ছাড়াও ঢাকা, রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ আগস্ট ২০১৭/হিমেল