রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। শনিবার দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক এহসানুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তদন্তের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগ ক্যাম্পাসে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তাই প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে।
বর্তমান সময়ে ক্যাম্পাসের সর্বত্র যে পরিস্থিতি বিরাজ করছে। এতে সংগঠনটি মনে করে ছাত্র-শিক্ষকদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই। ফলে একই বিভাগের শিক্ষকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ বিভাগের সার্বিক পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। তাই শিক্ষার সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে দ্রুত এ ঘটনার তদন্ত করার দাবি জানানো হচ্ছে।
গত মাসের ৩১ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীনের বিরুদ্ধে শ্রেণিকক্ষে এবং শ্রেণি কক্ষের বাইরে অন্য শিক্ষকদের নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে অভিযোগ দেন ওই বিভাগের ১১ জন শিক্ষক। একই দিন উপাচার্যের কাছে পাল্টা অভিযোগ করেন রুখসানা পারভীন। তিনি তার বিভাগের অধ্যাপক ড. রুহুল আমীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। সেই সঙ্গে অধ্যাপক আমিনুর রহমান, সহযোগী অধ্যাপক তারেক নুর ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রানার বিরুদ্ধে ঘুষ বাবদ আট লাখ টাকা দাবির অভিযোগ তুলেন।
এরপর আগস্ট মাসের ২ তারিখে বিভাগীয় শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন ওই ১১ জন শিক্ষক। ওই দিন বিভাগের সভাপতি উপাচার্যের কাছে বিভাগের ওই ১১ জনের নামে নানা অভিযোগ তুলে অভিযোগপত্র দেন। ৪ আগস্ট শুক্রবার বিকেলে রুখসানা পারভীনের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীন।
বিডি প্রতিদিন/৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম