চট্টগ্রামে ১৩ লাখ ২০ হাজার ৭৮৫ শিশুকে চলতি বছরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এর মধ্যে নগরের ৫ লাখ ৩৩ হাজার ৫৫২ ও জেলার ১৫ উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ শিশু রয়েছে।
আগামীকাল রবিবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০-এর আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
প্রসঙ্গত, ভিটামিন ‘এ’ ক্যাপসুল অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. শেখ ফজলে রাব্বি জানান, সব উপজেলায় ক্যাপসুল পাঠিয়ে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করা হবে। জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নের ৬০০টি ওয়ার্ডে প্রায় ৫ হাজার স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর আগে উপজেলাগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হবে। এ জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কন্ট্রোল রুম (ফোন- ০৩১৬৩৪৮৪৩) চালু থাকবে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী জানিয়েছেন, একই সময়ে নগরের ৬ থেকে ১১ মাস বয়সী ৮১ হাজার ৫০০ শিশুকে নীল এবং ৪ লাখ ৫২ হাজার ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক। স্বাস্থ্যবিধি মেনে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৫৫২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর