চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেছে। রবিবার সকালে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন এ কর্মসূচির উদ্বোধন করেন।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. নাছিম ভূইয়া, কনসালটেন্ট ডা. সুশান্ত বড়–য়া, জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার, ইউনিসেফের চট্টগ্রাম বিভাগের প্রধান নিউট্রিশন কর্মকর্তা ডা. উবা সুই চৌধুরী, সমাজসেবক মো. নেছার উদ্দিন। কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের (১ লক্ষ ইউনিট) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লক্ষ ইউনিট) খাওয়ানো হবে। কর্মসূচি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী- অস্থায়ী ১২৮৮ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সাড়ে ৪ লাখ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
খোরশেদ আলম সুজন বলেন, ‘এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হল শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশুর অন্ধত্ব প্রতিরোধ এবং পুষ্টি বিষয়ক অন্যান্য কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবশ্যই ৬ মাস বয়সী শিশুকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বে মানুষের গড় আয়ু ৬৯ বছর। কিন্তু বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর। এই সাফল্যের পেছনে অবদান হলো আমাদের চিকিৎসক সমাজের। জীবনের ফুল ফুটানোই হচ্ছে ডাক্তার ও নার্সদের গুরুত্বপূর্ণ কাজ। তাই চিকিসক-নার্সদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার