বিশ্বকাপের গত আসরে কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে লুইস সুয়ারেজের গোল লাইন থেকে হাত দিয়ে বল ঠেকানোর কথা নিশ্চয়ই মনে আছে ফুটবলপ্রেমীদের। হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড পেয়েছিলেন উরুগুয়ান স্ট্রাইকার। বহিস্কৃত হয়ে ধিকৃত হওয়ার পরিবর্তে মাথার মণি হয়ে উঠেছিলেন উরুগুয়েবাসীর। হাত দিয়ে বল ঠেকানোর সুবাদেই ট্রাইব্রেকারে ঘানাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। গতবারের চতুর্থ স্থানধারী দলটির এবারের আসরের মূল তারকা লুইস সুয়ারেজ। দলটি লিভারপুলের এই স্ট্রাইকারটিকে ঘিরেই স্বপ্ন দেখছে বড় কিছুর। কিন্তু 'দ্য গ্রেটেস্ট শো আর্থ' শুরুর আগে বড়সড় একটা ধাক্কা খেল দেশটি। বিশ্বকাপ শুরুর ২১ দিন আগে দলের অনুশীলনে হাঁটুতে ব্যথা পেয়েছেন সুয়ারেজ। ফলে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিল এই মৌসুমে ইউরোপে 'গোল্ডেন বুট' জয়ী সুয়ারেজ। অবশ্য অস্ত্রোপচার শেষে সুয়ারেজের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী উরুগুয়ে ফুটবল ফেডারেশন। তুখোড় ফর্মে রয়েছেন সুয়ারেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের পক্ষে গোল করেছেন ৩১টি। বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ১১ গোল করেছেন। সুতরাং সুয়ারেজকে ঘিরে স্বপ্ন দেখাই স্বাভাবিক। সুয়ারেজের আহত হওয়ার বিষয়ে উরুগুয়ের এক টিভি জানায়, বৃহস্পতিবার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা। গত পরশু এমআরআই স্ক্যানিংয়ের পর সুয়ারেজের হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। অস্ত্রোপচারটি খুব বড় নয়। অস্ত্রোপচার থেকে পুরোপুরি সেরে উঠতে সুয়ারেজের সময় লাগবে কমপক্ষে চার-ছয় সপ্তাহ।
ইংল্যান্ড থেকে মঙ্গলবার মন্টেভিডিও পৌঁছান এই উরুগুয়ান তারকা। এরপর বৃহস্পতিবার অনুশীলনে হাঁটুতে ব্যথা পান। এবারের বিশ্বকাপে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে খেলবে 'ডি' গ্রুপে। আসরে প্রথম ম্যাচ ১৪ জুন প্রতিপক্ষ কোস্টারিকা, ১৯ জুন ইংল্যান্ড ও ২৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।