বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, প্রথিত যশা লেখক আহমেদ ছফা বলেছিলেন, একটি বিশ্ববিদ্যালয় যদি অনির্ধারিতভাবে একদিন বন্ধ থাকে তাহলে একটি রাষ্ট্র একদিনের জন্য থমকে দাঁড়ায়। আমি আশা করবো যখনি কোনো কারণে কিংবা কোনো অযুহাতে বিশ্ববিদ্যালয় বন্ধ করার কোনো আওয়াজ আসে, ডাক আসে, চিন্তা করবো ওই একদিনের ক্ষতি তোমার ব্যক্তিগত ক্ষতি না, আমার ব্যক্তিগত ক্ষতি না, শিক্ষকদের ক্ষতি না। এটি রাষ্ট্রের ক্ষতি, বাংলাদেশের সাড়ে ১৬-১৭ কোটি মানুষের ক্ষতি। এটি আমাদেরকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে।
বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১ম বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির কথা স্মরণ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট এখন ৪ হাজার কোটি টাকার বেশি। ১৯৭১ সালে দেশ যখন স্বাধীন হয়, তখন রিলিফের কাপড় ছাড়া আমাদের গায়ে কাপড় জুটতো না। রাস্তায় দাঁড়ালে ১০ জনের মধ্যে ৯ জনের গায়ে কাপড় থাকতো না। এখন রিলিফ শব্দটি তোমাদের জানা নেই। বাংলাদেশ এখন বিশ্বের ৩৭ তম অর্থনীতির দেশ। ২০২১ সালে বাংলাদেশ যখন ৫০ বছর পূর্ণ করবে, বলা হচ্ছে বাংলাদেশ ২৭ তম অর্থনীতির দেশে পরিনণত হবে।”
জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন