গত মে মাসে সিলেটে স্বাভাবিক পরিমাণের চেয়ে বৃষ্টিপাত কম হয়েছে। এতে এবারের সেচ মৌসুমে সেচকাজের খরচ বৃদ্ধি হওয়াসহ নানা ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।
মে মাসের তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট বিভাগে গত মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৫১০ মিলিমিটার হওয়ার কথা। কিন্তু হয়েছে ২৯১ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৪২ দশমিক ৯ শতাংশ কম।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, মে মাসে পুরো দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হওয়ার কথা ২৭৭ মিলিমিটার। সেখানে বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার। অর্থাৎ দেশে মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
তবে রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা লঘুচাপের অধিক প্রভাবে রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
মে মাসে ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৯২ মিলিমিটার, সেখানে হয়েছে ২০৯ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ২৮ দশমিক ৩ শতাংশ কম। ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ৩৮০ মিলিমিটার, সেখানে হয়েছে ৪০০ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ১ মিলিমিটার বেশি। চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩১০ মিলিমিটার, সেখানে হয়েছে ১৩৪ দশমিক ৯ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৫৬ দশমিক ৯ শতাংশ কম।
রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৯৬ মিলিমিটার, সেখানে হয়েছে ২৩৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ২০ দশমিক ৭ শতাংশ বেশি। রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬১ মিলিমিটার, যেখানে হয়েছে ২৯১ দশমিক ৫ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ১১ দশমিক ৬ শতাংশ বেশি। খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭৫ মিলিমিটার, যেখানে হয়েছে ১৭২ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম। বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬০ লিমিটার, সেখানে হয়েছে ১২৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৫১ দশমিক ১ শতাংশ কম।
বিডি প্রতিদিন/আরাফাত