বিশ্বের সবচেয়ে ধনী দেশ থাকার গর্ব এবার হারাতে চলেছে কাতার। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিকে টপকে সে স্থান দখল করতে যাচ্ছে অখ্যাত এক দেশ। যদিও তাকে স্বাধীন দেশ বলা যাবে না কারণ এখনো এটি একটি চীনের অ্যাডমিনিস্ট্রিটিভ অঞ্চল।
আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ–এর নতুন তথ্য অনুযায়ী, ২০২০ সালের মধ্যে চীনের ক্যাসিনো হাব বা জুয়ার দেশ ম্যাকাও–এ জিডিপি পার ক্যাপিটা বা গড় আয় হবে ১,৪৩,১১৬ মার্কিন ডলার। সেখানে ওই সময়ের মধ্যেই কাতারের গড় আয় হবে ১,৩৯,১৫১ মার্কিন ডলার।
দুই দশক আগে চীনের শাসনে ফেরে ম্যাকাও। চীনের দক্ষিণ উপকূলবর্তী এই স্বশাসিত অঞ্চলেই বিশ্বে একমাত্র জুয়া স্বীকৃত খেলা। সারা বিশ্বে ম্যাকাও জুয়ার রাজধানী হিসেবে পরিচিত।
বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে পরিচিত ম্যাকাও–এর মূল আয়ের উৎসই হল জুয়া এবং পর্যটন। ম্যাকাও সরকারের রাজস্বের ৭০ শতাংশ এবং জিডিপি–র ৫০ শতাংশ আনে এই দুটি ক্ষেত্র থেকে। বেইজিং–এর দুর্নীতিদমন অভিযানের ফলে গত কয়েক বছর ম্যাকাও আর্থিক সঙ্কটের মুখে পড়ে। তবে ফের গত বছর থেকে ঘুরে দাঁড়িয়ে শুধু জুয়ার ভরসাতেই সরকারি রাজস্বে ১৯.১ শতাংশ যোগ করে ম্যাকাও।
বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিওটিও–র প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ম্যাকাও–এর সঙ্গে সারা বিশ্বে মোট ১২০টি দেশের সক্রিয়ভাবে বাণিজ্যিক সম্পর্ক আছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান