অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বলেছেন, বাজেটে নির্ধারিত জিডিপি’র প্রবৃদ্ধির ৭ দশমিক ৩ শতাংশ খানিকটা পরিবর্তন আনা দরকার হতে পারে ।
জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের আজকের বৈঠকে মো. সেলিম উদ্দিনের (সিলেট-৫) টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। তিনি আরও জানান, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ২০০৯-১০ অর্থবছর হতে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত সময়কালে গড়ে ৬ দশমিক ১৪ শতাংশ হারে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চলতি (২০১৪-১৫) অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। কিন্তু জানুয়ারি থেকে অর্থনীতির জন্য ক্ষতিকর যে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড শুরু হয়েছে তা পোশাক রফতানি খাত, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, রাজস্ব আহরণ ও বিনিয়োগ পরিস্থিতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জিডিপি’র প্রবৃদ্ধির ৭ দশমিক ৩ শতাংশ খানিকটা পরিবর্তন আনা দরকার হতে পারে।
ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংকিং খাতে শ্রেণিবিন্যাসকৃত ঋণের পরিমাণ ৫০ হাজার ১ শত ৫৫ কোটি ৭৭ লাখ টাকা।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মোবাইলের ব্যাংকিং এর মাধ্যমে ২০১৪-১৫ অর্থ বছরে ১৪ ডিসিম্বর পর্যন্ত ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৭৫ টাকা রাজস্ব আদায় হয়েছে।
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১ ) এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ব্যাংক ন্যায়পাল নিয়োগের পরিকল্পনা আপতত নেই।
মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ঋণ
নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, সামাজিক দায়বদ্ধতার আওতায় রাষ্ট্র মালিকানাধীন এবং অন্যান্য বেসরকারি ব্যাংকের মাধ্যমে অসচ্ছল, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের বিনা সুদে ঋণ প্রদানের পরিকল্পা সরকারের রয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদানের লক্ষ্যে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা হয়েছে।
ব্যক্তি টেলিফোন লাইন সংযোগ আয়ের চেয়ে বকেয়াই দেড়গুণ
ঢাকা শহরে ব্যক্তি মালিকানায় টেলিফোন লাইন সংযোগে আয়ের চেয়ে বকেয়াই দেড়গুণ বলে সংসদকে জানিয়েছেন সংসদ কাজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, ঢাকা শহরে ব্যক্তি মালিকানায় ৩ লক্ষ ৮৬ হাজার ৮১০টি টেলিফোন লাইন চালু আছে। জানুয়ারি ২০১৪ হতে ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত উক্ত খাতে সরকারের ২২১ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ৪০০টাকা (ভ্যাটছাড়া) আয় হয়েছে। তিনি জানান, অন্যদিকে এই সময় পর্যন্ত সরকারি বেসরকারি গ্রাহকদের নিকট বিটিসিএল এ ৩৩৪ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৩০০টাকা (ভ্যাটছাড়া) বিল বকেয়া আছে। এই বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৫/ রশিদা