ফুটবল বিশ্বের দুই মহাতারকা -আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। দুই তারকাকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় দুই তারকাকে নিয়ে আলোচনা সমালোচনায় মেতে উঠছেন তাদের ভক্তরা। দুই তারকাকে নিয়ে তুলনাও হচ্ছে হরহামেশায়। কে সেরা- মেসি নাকি রোনালদো? কোটি টাকার এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। আর্জেন্টাইন ভক্তরা এগিয়ে রাখছেন মেসিকে, আর পর্তুগিজদের কাছে সেরা রোনালদো। তবে উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ মনে করেন, দুই তারকা কেউ কারোর চেয়ে কম দক্ষ নন। মেসি-রোনালদো সমানে সমান। তাদের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন কাজ। হেলডেন ম্যাগাজিনকে সুয়ারেজ বলেন, 'মেসি ও রোনালদো সম্পূর্ণ ভিন্নধর্মী দুই খেলোয়াড়। তাদের মধ্যে কে ভালো আমি সেটা বলতে পারি না। দুই জনের খেলার ধরন এবং চাল-চলন সম্পূর্ণ আলাদা। তবে এটা বলতে পারি যে, কেউ কারোর চেয়ে কম নন।'
মেসি সম্পর্কে উরুগুইয়ান তারকা বলেন, 'তার রয়েছে চমৎকার কৌশল। অনেক গোল করেন। শারীরিক দিক থেকে কিছুটা ছোট হলেও অসাধারণ ড্রিবলার। তিনি যেকোনো সময় যেকোনো ডিফেন্ডারকে বোকা বানাতে পটু। মেসি এমন কিছু গোল করেছেন, যা বিশ্বাসই হয় না রক্তে মাংসের কোনো মানুষ এমনটা করতে পারে। কৌশলের দিক থেকে তিনি যেকোনো খেলোয়াড়ের চেয়ে এগিয়ে।'
রোনালদো সম্পর্কে সুয়ারেজের ভাষ্য, 'আমার তো মনে হয় রোনালদো একটা যন্ত্র। তাছাড়া সব কিছু এতো সঠিকভাবে হয় কীভাবে। তার পাসগুলো এতো নিখুঁত, ভাবাই যায় না। শক্তি ও বুদ্ধিমত্তার অসাধারণ সমন্বয় ঘটাতে পারেন রোনালদো। সব সময় সঠিকভাবে বল যোগান দেন। তার ক্ষীপ্র গতির কাছে যেকোনো ডিফেন্ডারই হার মানতে বাধ্য। তাই আমার মনে হয়, রোনালদো ও মেসি উভয়েই সম পর্যায়ের।' এ সময় বার্সেলোনার স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা সম্পর্কেও কথা বলে সুয়ারেজ। 'আমি ইনিয়েস্তার বড় ভক্ত। তিনি এমন একজন খেলোয়াড় যিনি সব সময় অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে আগে চিন্তা করেন এবং অসাধারণ পাস দেন। ইনিয়েস্তা এমন কিছু করেন, যা প্রতিপক্ষ কল্পনাও করে না। তিনি যে সম্ভাবনা দেখেন অন্য কেউ তা দেখেন না। তিনি সব সময়ই ধৈর্য্যশীল। আর এটাই ইনিয়েস্তার সবচেয়ে বড় গুণ।'
ব্রাজিল বিশ্বকাপে ফেবারিটের তালিকা থেকে এবার অনেকেই গত আসরের রানার্স আপ নেদারল্যান্ডকে বাদ দিয়েছেন। কেননা ডাচদের সেই জৌলুস আর নেই। কিন্তু সুয়ারেজ মনে করেন, এবার বিশ্বকাপ জেতার মতো একটি দল নেদারল্যান্ড। তার ব্যাখ্যা, 'নেদারল্যান্ডে রয়েছেন একজন অ্যারিয়ান রোবেন। যিনি একাই ব্যবধান গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাকে কোনো ক্রমেই উপেক্ষা করা ঠিক হবে না। তবে এটাও ঠিক, ডাচ্রা এবার এক খেলোয়াড়ের ওপর অনেকটা নির্ভরশীল। রোবেন ভালো না খেললে নেদারল্যান্ডের আশাও শেষ। তবে রোবেন ভালো খেললে শিরোপাও জিততে পারে তারা।'