দুশ্চিন্তায় ব্রাজিল
আর্জেন্টাইন উগ্র সমর্থকদের দিকে কড়া নজর রাখবে ব্রাজিলের নিরাপত্তারক্ষীরা। বাস্তবে কিন্তু তাদের ভয় আর্জেন্টিনাকে নিয়ে নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই বলা হয়েছে বিশ্বকাপে তারা ইংল্যান্ড অর্থাৎ ইংলিশ সমর্থকদের নিয়েই দুশ্চিন্তায় থাকবে। কারণ এরাই মূলত গ্যালারি ও রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বেশ ক’টি বিশ্বকাপে তাই প্রমাণ মিলেছে। বিশেষ করে ইংল্যান্ড ম্যাচ জিততে না পারলে তাদের একশ্রেণীর দর্শক বিশৃঙ্খলার পথ বেছে নেয়। গ্যালারিতো আছেই রাস্তায় মদ্যপান করে যানবাহনও ভাঙচুর করে। হোটেলেও অশান্ত হয়ে তারা পরিবেশ নষ্ট করে ফেলে। শুধু হার নয় জিতলেও ইংলিশ সমর্থকদের উম্মাদনা এত বেড়ে যায় যে তাদের সামনে অনেকে যেতে ভয় পান। এবার ইংল্যান্ড থেকে কোন স্বভাবের সমর্থক আসছে তার তালিকাও তৈরি আছে ব্রাজিলের কাছে। আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ম্যাচের দিন নিরাপত্তার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়ার।
প্রতিশোধ
বিশ্বকাপ ইতিহাসে নেদারল্যান্ডই একমাত্র দেশ যারা তিন বার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। ১৯৭৪ পশ্চিম জার্মানি, ১৯৭৮ আর্জেন্টিনা ও ২০১০ সালে তারা ফাইনালে স্পেনের কাছে হেরে যায়। কাকতলীয়ভাবে এবার বিশতম বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ একই গ্রুপে পড়েছে। শুধু তাই নয় বি গ্রুপে প্রথম ম্যাচেই তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে। সুতরাং শুরুতেই বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে স্পেন ও নেদারল্যান্ডকে। গ্রুপে অপর দুই প্রতিপক্ষ হচ্ছে চিলি ও অস্ট্রেলিয়া। বড় কোনো অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন ও রানার্সআপের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটা নিশ্চিতই বলা যায়। কথা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কে? নেদারল্যান্ডের কোচ বলেই দিয়েছেন, প্রথম ম্যাচকে আমরা ফাইনাল হিসেবে ধরছি। ম্যাচ জিতে যেমন গতবারের প্রতিশোধ নেওয়া যাবে তেমনিভাবে শুরুতে বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেই পুরো আসরে আমাদের গতি বেড়ে যাবে।
১৯৯০
বড় কোনো অঘটন না ঘটলে এ গ্রুপ থেকে স্বাগতিক ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা। তবে কোচ স্কলারি শিষ্যদের হুঁশিয়ারি করে দিয়েছেন যে গ্রুপে কাউকে দুর্বল ভাবাটা ঠিক হবে না। ক্যামেরুনের কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ১৯৯০ সালে দুর্বল হয়েও তারা উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ম্যারাডোনার আর্জেন্টিনাকে ধরাশায়ী করেছিল। অথচ সেবারই ব্রাজিল প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে বিদায় নিয়েছিল। ক্যামেরুন এমন এক দল যারা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। সুতরাং ক্যামেরুনকে যোগ্য প্রতিপক্ষ ভেবেই লড়তে হবে।
অসম্ভব
বিশতম বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে কি? এ ব্যাপারে ফ্রান্সের সাবেক অধিনায়ক মিশেল প্লাতিনি বলেন, শক্তির বিচারে আমি বলব শিরোপা লড়াই পুরনোদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নতুনদের মধ্যে একমাত্র সম্ভাবনা দেখছি পর্তুগালকে ঘিরেই। কিন্তু তাও সম্ভব হবে বলে মনে করি না। কারণ তাদের দলে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া মানসম্পন্ন খেলোয়াড় দেখছি না। সে ক্ষেত্রে ছেলেটা একা আর কত করবে, বড় জোর নকআউট পর্বে যাবে।
রিবেরির শেষ বিশ্বকাপ
ফ্রান্সের সুপারস্টার ফ্রাঙ্ক রিবেরি ঘোষণা দিয়েছেন, এবারের ব্রাজিল বিশ্বকাপই তার ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বায়ার্ন মিউনিখের এই তারকা ২০১৬ সালে ইউরো কাপে ফ্রান্সের হয়ে খেলবেন বলেও জানিয়েছেন। ২০০৬ সালের বিশ্বকাপেই রিবেরি সবার নজরে আসেন। জিনেদিন জিদানের পাশাপাশি তার পায়ের জাদুও ফুটবলপ্রেমীদের অবাক করে দেয়। রিবেরির বয়স এখন ৩১। পরের বিশ্বকাপে হবে ৩৫। রিবেরি মনে করেন, তখন বিশ্বকাপের মতো বড় আসরে খেলার ফিটনেস তার নাও থাকতে পারে। আরটিএল নামক এক রেডিওর সঙ্গে কথা বলার সময় রিবেরি বলেন, ‘এটাই হবে আমার শেষ বিশ্বকাপ।’ ব্রাজিলে ফ্রান্সের লক্ষ্য কি, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কিছু অর্জন করতেই আমাদের সেখানে যেতে হবে। এটা খুবই স্বাভাবিক যে বিশ্বকাপ শিরোপা জয়ের চেষ্টাই আমরা করব।
শিরোনাম
- শরীয়তপুরে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
- আরেক দফা কমেছে স্বর্ণের দাম
- রেফারির শরীরে ‘বডি ক্যাম’, গোলরক্ষকদের জন্য নতুন নিয়ম
- বিদেশে পলাতক মালিকদের ধরতে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে : শ্রম উপদেষ্টা
- বিমানে নয়, খালেদা জিয়া ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্সে
- ‘মামলাবাজ’ আ. লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ এলাকাবাসী, পরিত্রাণ চেয়ে বিক্ষোভ
- হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
- বগুড়ায় অপহরণের এক মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
- পাটগ্রামে ইউএনওকে হেনস্তার অভিযোগ, অভিযান পরিচালনায় বাধা
- ‘যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে’
- কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই : বিসিবি সভাপতি
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
এক ঝলক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর