দুশ্চিন্তায় ব্রাজিল
আর্জেন্টাইন উগ্র সমর্থকদের দিকে কড়া নজর রাখবে ব্রাজিলের নিরাপত্তারক্ষীরা। বাস্তবে কিন্তু তাদের ভয় আর্জেন্টিনাকে নিয়ে নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই বলা হয়েছে বিশ্বকাপে তারা ইংল্যান্ড অর্থাৎ ইংলিশ সমর্থকদের নিয়েই দুশ্চিন্তায় থাকবে। কারণ এরাই মূলত গ্যালারি ও রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বেশ ক’টি বিশ্বকাপে তাই প্রমাণ মিলেছে। বিশেষ করে ইংল্যান্ড ম্যাচ জিততে না পারলে তাদের একশ্রেণীর দর্শক বিশৃঙ্খলার পথ বেছে নেয়। গ্যালারিতো আছেই রাস্তায় মদ্যপান করে যানবাহনও ভাঙচুর করে। হোটেলেও অশান্ত হয়ে তারা পরিবেশ নষ্ট করে ফেলে। শুধু হার নয় জিতলেও ইংলিশ সমর্থকদের উম্মাদনা এত বেড়ে যায় যে তাদের সামনে অনেকে যেতে ভয় পান। এবার ইংল্যান্ড থেকে কোন স্বভাবের সমর্থক আসছে তার তালিকাও তৈরি আছে ব্রাজিলের কাছে। আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ম্যাচের দিন নিরাপত্তার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়ার।
প্রতিশোধ
বিশ্বকাপ ইতিহাসে নেদারল্যান্ডই একমাত্র দেশ যারা তিন বার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। ১৯৭৪ পশ্চিম জার্মানি, ১৯৭৮ আর্জেন্টিনা ও ২০১০ সালে তারা ফাইনালে স্পেনের কাছে হেরে যায়। কাকতলীয়ভাবে এবার বিশতম বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ একই গ্রুপে পড়েছে। শুধু তাই নয় বি গ্রুপে প্রথম ম্যাচেই তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে। সুতরাং শুরুতেই বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে স্পেন ও নেদারল্যান্ডকে। গ্রুপে অপর দুই প্রতিপক্ষ হচ্ছে চিলি ও অস্ট্রেলিয়া। বড় কোনো অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন ও রানার্সআপের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটা নিশ্চিতই বলা যায়। কথা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কে? নেদারল্যান্ডের কোচ বলেই দিয়েছেন, প্রথম ম্যাচকে আমরা ফাইনাল হিসেবে ধরছি। ম্যাচ জিতে যেমন গতবারের প্রতিশোধ নেওয়া যাবে তেমনিভাবে শুরুতে বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেই পুরো আসরে আমাদের গতি বেড়ে যাবে।
১৯৯০
বড় কোনো অঘটন না ঘটলে এ গ্রুপ থেকে স্বাগতিক ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা। তবে কোচ স্কলারি শিষ্যদের হুঁশিয়ারি করে দিয়েছেন যে গ্রুপে কাউকে দুর্বল ভাবাটা ঠিক হবে না। ক্যামেরুনের কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ১৯৯০ সালে দুর্বল হয়েও তারা উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ম্যারাডোনার আর্জেন্টিনাকে ধরাশায়ী করেছিল। অথচ সেবারই ব্রাজিল প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে বিদায় নিয়েছিল। ক্যামেরুন এমন এক দল যারা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। সুতরাং ক্যামেরুনকে যোগ্য প্রতিপক্ষ ভেবেই লড়তে হবে।
অসম্ভব
বিশতম বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে কি? এ ব্যাপারে ফ্রান্সের সাবেক অধিনায়ক মিশেল প্লাতিনি বলেন, শক্তির বিচারে আমি বলব শিরোপা লড়াই পুরনোদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নতুনদের মধ্যে একমাত্র সম্ভাবনা দেখছি পর্তুগালকে ঘিরেই। কিন্তু তাও সম্ভব হবে বলে মনে করি না। কারণ তাদের দলে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া মানসম্পন্ন খেলোয়াড় দেখছি না। সে ক্ষেত্রে ছেলেটা একা আর কত করবে, বড় জোর নকআউট পর্বে যাবে।
রিবেরির শেষ বিশ্বকাপ
ফ্রান্সের সুপারস্টার ফ্রাঙ্ক রিবেরি ঘোষণা দিয়েছেন, এবারের ব্রাজিল বিশ্বকাপই তার ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বায়ার্ন মিউনিখের এই তারকা ২০১৬ সালে ইউরো কাপে ফ্রান্সের হয়ে খেলবেন বলেও জানিয়েছেন। ২০০৬ সালের বিশ্বকাপেই রিবেরি সবার নজরে আসেন। জিনেদিন জিদানের পাশাপাশি তার পায়ের জাদুও ফুটবলপ্রেমীদের অবাক করে দেয়। রিবেরির বয়স এখন ৩১। পরের বিশ্বকাপে হবে ৩৫। রিবেরি মনে করেন, তখন বিশ্বকাপের মতো বড় আসরে খেলার ফিটনেস তার নাও থাকতে পারে। আরটিএল নামক এক রেডিওর সঙ্গে কথা বলার সময় রিবেরি বলেন, ‘এটাই হবে আমার শেষ বিশ্বকাপ।’ ব্রাজিলে ফ্রান্সের লক্ষ্য কি, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কিছু অর্জন করতেই আমাদের সেখানে যেতে হবে। এটা খুবই স্বাভাবিক যে বিশ্বকাপ শিরোপা জয়ের চেষ্টাই আমরা করব।
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
এক ঝলক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর