বিশ্বকাপের জায়গা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের। অনেকেই ভেবেছেন এই বুঝি শেষ হয়ে গেল রাজ্জাকের ক্যারিয়ার। কিন্তু রাজ্জাকের বাদ পড়া ভুল সিদ্ধান্ত ছিল কিনা তা নির্বাচকদের ভাবিয়ে তুলেছে তার সাম্প্রতিক ফর্ম। জায়গা হারিয়ে আরও ভয়ঙ্কার হয়ে উঠেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য এ স্পিনার। তাই ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে একাই নিয়েছেন ৮ উইকেট।
এর আগে, প্রথম রাউন্ডের দুই ইনিংসে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান এক সময় বাংলাদেশ দলের নিয়মিত এ ক্রিকেটার। আজ রবিবার বাহাতি এই স্পিনারের ঘূর্ণিতে মাথা উচুঁ করে দাঁড়াতে পারেনি বরিশাল বিভাগ। ২৭১ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস।
বরিশালের প্রথম সারির সাত ব্যাটসম্যানের উইকেট পকেটে নেওয়ার পর নবম ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা কামরুল ইসলামের উইকেটও নেন খুলনার এই তারকা। ২৯ ওভারে ১০০ রানের খরচে আট উইকেট নেন তিনি। বাকি উইকেট দুটি নিয়েছেন রবিউল ইসলাম রবি ও ডলার মাহমুদ।
বরিশালের হয়ে ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৫ রান করেন। ১৬৬ বলে ৮৫ রানের ইনিংসটি সাজান তিনি। এছাড়া আল-আমিন (২) এর ব্যাট থেকে আসে ৬৪ রান।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে খুলনা। বরিশাল থেকে এখনো ১৯৮ রানে পিছিয়ে খুলনা।
অমিত কুমার ৩০ ও রবিউল ইসলাম ২৬ রানে সাজঘরে ফিরেছেন। ইমরুল কায়েস ১১ ও তুষার ইমরান ১ রানে অপরাজিত আছেন। সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব