আফ্রিকান নেশন্স কাপে ফেবারিট ঘানা এবং আইভরিকোস্ট সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার রাতে তারা কোয়ার্টার ফাইনালে নিজেদের ম্যাচে জয় পেয়েছে। ঘানা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গিনিকে। অন্যদিকে আইভরিকোস্টকে কঠিন লড়াই করতে হয়েছে আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচটা ৩-১ গোলে জিতলেও আইভরিয়ানদের ঘাম ঝরাতে হয়েছে ভালোই। ক্রিস্টিয়ান আতসুর ডাবল এবং কুয়েশি আপিয়াহর এক গোলে গিনিকে ৩-০ গোলে পরাজিত করে ঘানা। সেমিফাইনালে আফ্রিকান নেশন্স কাপে চারবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে স্বাগতিক ইকুয়াটেরিয়াল গিনির। বৃহস্পতিবার ঘানা-ইকুয়াটেরিয়াল গিনি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাতা স্টেডিয়ামে। এদিকে রবিবার ফেবারিট আলজেরিয়াকে হারিয়ে শেষ চারে স্থান করে নিয়েছে ইয়া তোরেদের আইভরিকোস্ট। বনির ডাবল এবং গারভিনহোর এক গোলে আলজেরিয়ানদের ৩-১ গোলে হারিয়েছে আইভরিয়ানরা। আলজেরিয়ার পক্ষে একমাত্র গোলটা করেন আল আরবি হিলাল সুদানী। সেমিফাইনালে আইভরিকোস্ট মুখোমুখি হবে ডিআর কঙ্গোর। ঘানার সামনে ১৯৮২ সালের পর আফ্রিকান নেশন্স কাপ জয়ের সুযোগ এসেছে। অন্যদিকে আইভরিকোস্ট ১৯৯২ সালের পর আর শিরোপা জয় করতে পারেনি। দ্রগবা যুগে দুইবার ফাইনাল (২০০৬ ও ২০১২) খেললেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আইভরিয়ানদের।