শুধু অংশ নেওয়ার জন্যই অংশগ্রহণ; বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনিয়া আক্তারের পারফরম্যান্সের পর এমন মনে হওয়াই স্বাভাবিক। ৫০ মিটার ফ্রিস্টাইলে হিটের বেড়া ডিঙাতে পারেননি সোনিয়া। রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রিস্টাইল শেষ করেন সোনিয়া ৩০.৮৯ সেকেন্ডে। টাইমিং বিশ্লেষণ করে দেখা গেছে, সোনিয়ার স্থান ১১৩ জনের মধ্যে ৯৮তম। গতকাল ষষ্ঠদশ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ফ্রিস্টাইলের ২ নম্বর হিটে সোনিয়া শেষ করেন ৩০.৮৯ সেকেন্ডে। বাছাইপর্বে তার সময় ছিল ৩১.৭৮ সেকেন্ড। ৫০ মিটার বাটারফ্লাইয়েও ছিলেন ব্যর্থ। ১ নম্বর হিটে সাঁতার শেষ করতে সোনিয়া সময় নিয়েছিলেন ৩২.৮১ সেকেন্ড। এতে দেখা গেছে তার সময় ৬৪ জনের মধ্যে ৬০। কোনো পদক না পেলেও আসরের অন্যতম তারকা বাহরাইনের ১০ বছর বয়সী বালিকা আলঝাইন তারেক। বাহরাইনের স্কুল বালিকা ৫০ মিটার ফ্রিস্টাইলে কাল তার সেরা সময় নিয়ে হিট শেষ করেন। আগের দিন ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৬৪ জনে ৬০তম হয়েও বিস্মিত করেন গোটা বিশ্বকে। বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় এত কম বয়সী কোনো সাঁতারু অংশ নেননি। কাল রাশিয়ার কাজানে ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সময় নেন ৩৫.৭৮ সেকেন্ড। ১১৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তার অবস্থান ১০৫। ইভেন্টে দ্রুততম সময়ে শেষ করা অস্ট্রেলিয়ান সাতারু কেট ক্যাম্পবেলের চেয়ে তিনি ১১ সেকেন্ড সময় বেশি নিয়ে শেষ করেন। প্রতিযোগিতায় কোনো পদক না পেলেও নিজের পারফরম্যান্সে ভীষণ খুশি তারেক, 'আমি যে সময়ে সাঁতার কেটেছি, সেটা চাইনি। তবে ভীষণ খুশি নিজের সেরা সময় করতে পেরে। কোনো পদক না পেলেও আমি ভীষণ খুশি সাঁতার কাটতে পেরে। আমার মা আসেননি। কিন্তু বাবা এসেছেন। তিনি আমাকে উৎসাহিত করেছেন সেরা সময়ে সাঁতার শেষ করতে।'