প্রিমিয়ার হকি লিগে জটিলতা কাটছে না। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সমস্যা নিরসনের উদ্যোগ নিলেও অগ্রগতি চোখে পড়েনি। মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিংয়ের এক কথা ফেডারেশনের নির্বাহী কমিটি বিলুপ্তি না করলে তারা কোনো অবস্থায় মাঠে ফিরবে না। কিন্তু তা সম্ভব না বলে জয় চাচ্ছিলেন আলাদাভাবে লিগ কমিটি গঠন করে লিগ শুরু করতে। এতেও রাজি না চার দল। ফেডারেশনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছিল এবার চার দল লিগ বয়কট করলে বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঊষা ক্রীড়াচক্রের জন্য তা সম্ভব হয়নি। কেননা তারা জানিয়ে দেয় সব দল অংশ না নিলে তাদের পক্ষে লিগ খেলা সম্ভব নয়। আর এতেই জটিলতা আরও বেড়ে যায়। সত্যি বলতে কি এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়েছেন আরিফ খান জয়। অনেক বুঝানোর পরও চার দলকে মাঠে লিগ খেলতে রাজি করাতে পারেননি। তারপরও হকির বৃহত্তর স্বার্থের কথা ভেবে দমেও যাননি। জানা গেছে, মোহামেডান, মেরিনার্সকে খেলতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী কমিটির এক কর্মকর্তাকে। ইতিমধ্যে আলোচনাও শুরু করেছেন। এ ব্যাপারে নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক এক খেলোয়াড় বললেন, এতে আমি আশার আলো দেখছি। হয়তো বা অভিমান ভুলে বয়কটকারীরা মাঠে ফিরে আসবে। যদি না আসে, তখন কি হবে? এ ব্যাপারে সাবেক এ খেলোয়াড় জানান, দেখেন অনেকভাবে চেষ্টা চালানো হয়েছে। এরপরও যদি চারদল খেলতে রাজি না হয় তাহলে তাদের বাদ দিয়েই হকির প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। তবে না খেলার অপরাধ চার দলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, এত দিন উপমন্ত্রী নীরব থাকলেও এখন তিনি কঠোর হতে বাধ্য হচ্ছেন। কেননা এভাবে হকি শেষ হয়ে যাবে তা ক্রীড়াঙ্গনের কেউ চান না। জয় যাকে দায়িত্ব দিয়েছেন তিনি যদি ব্যর্থ হন তখন এর দায়-দায়িত্ব ছেড়ে দেবে ফেডারেশনের ওপর। বাইলজে যা আছে সেই পথই অনুসরণ করে লিগ শুরু করবে ফেডারেশন।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, জারি হলো লকডাউন
- চট্টগ্রামে ডাম্প ট্রাকে লরির ধাক্কায় হেলপার নিহত
- রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে তিন ভাইকে কুপিয়ে জখম
- ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮
- ট্রাম্পের ‘৫০% শুল্ক আরোপের’ ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ভারতের
- ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
- জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
- শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ‘হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল, জনমানুষ ঠিকই বুঝেছিল’
- দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে : বাণিজ্য উপদেষ্টা
- জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা
- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
- চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
- কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান
- এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল
- গণঅভ্যুত্থানে আহত ৩৪ জন এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন : উপদেষ্টা
হকির সমস্যা নিরসন
ক্রীড়া উপমন্ত্রীর শেষ উদ্যোগ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর