প্রিমিয়ার হকি লিগে জটিলতা কাটছে না। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সমস্যা নিরসনের উদ্যোগ নিলেও অগ্রগতি চোখে পড়েনি। মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিংয়ের এক কথা ফেডারেশনের নির্বাহী কমিটি বিলুপ্তি না করলে তারা কোনো অবস্থায় মাঠে ফিরবে না। কিন্তু তা সম্ভব না বলে জয় চাচ্ছিলেন আলাদাভাবে লিগ কমিটি গঠন করে লিগ শুরু করতে। এতেও রাজি না চার দল। ফেডারেশনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছিল এবার চার দল লিগ বয়কট করলে বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঊষা ক্রীড়াচক্রের জন্য তা সম্ভব হয়নি। কেননা তারা জানিয়ে দেয় সব দল অংশ না নিলে তাদের পক্ষে লিগ খেলা সম্ভব নয়। আর এতেই জটিলতা আরও বেড়ে যায়। সত্যি বলতে কি এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়েছেন আরিফ খান জয়। অনেক বুঝানোর পরও চার দলকে মাঠে লিগ খেলতে রাজি করাতে পারেননি। তারপরও হকির বৃহত্তর স্বার্থের কথা ভেবে দমেও যাননি। জানা গেছে, মোহামেডান, মেরিনার্সকে খেলতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী কমিটির এক কর্মকর্তাকে। ইতিমধ্যে আলোচনাও শুরু করেছেন। এ ব্যাপারে নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক এক খেলোয়াড় বললেন, এতে আমি আশার আলো দেখছি। হয়তো বা অভিমান ভুলে বয়কটকারীরা মাঠে ফিরে আসবে। যদি না আসে, তখন কি হবে? এ ব্যাপারে সাবেক এ খেলোয়াড় জানান, দেখেন অনেকভাবে চেষ্টা চালানো হয়েছে। এরপরও যদি চারদল খেলতে রাজি না হয় তাহলে তাদের বাদ দিয়েই হকির প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। তবে না খেলার অপরাধ চার দলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, এত দিন উপমন্ত্রী নীরব থাকলেও এখন তিনি কঠোর হতে বাধ্য হচ্ছেন। কেননা এভাবে হকি শেষ হয়ে যাবে তা ক্রীড়াঙ্গনের কেউ চান না। জয় যাকে দায়িত্ব দিয়েছেন তিনি যদি ব্যর্থ হন তখন এর দায়-দায়িত্ব ছেড়ে দেবে ফেডারেশনের ওপর। বাইলজে যা আছে সেই পথই অনুসরণ করে লিগ শুরু করবে ফেডারেশন।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার