পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরামের ওপর হামলাকারীদের একজন অবশেষে গ্রেফতার হয়েছে। ঘটনার তিন দিন পর গ্রেফতার করতে সক্ষম হল করাচি পুলিশ। তবে মূল হামলাকারীকে এখনও পর্যন্ত ধরা যায়নি। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি হামলাকারীদের গাড়ির চালক।
করাচি পুলিশের ডিআইজি মুনির আহমেদ শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল করাচির কায়দাবাদ দাউদ চৌরাঙ্গি এলাকায় নিজের বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দিন কয়েক ধরে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চলছে বোলিং ক্যাম্প। বুধবার সেখানে যাওয়ার সময় আকরামের গাড়িকে ধাক্কা মারে হামলাকারীদের গাড়ি। কেন ধাক্কা মারা হল জানতে চেয়ে নিজের গাড়ি থেকে নেমে আসেন পাকিস্তানের পেসার। ভিড় জমে যায় চারিদিকে। আচমকাই আকরামের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় অন্য গাড়িটির এক আরোহী। তবে আকরামের গায়ে নয় গাড়ির চাকায় গুলি করে তাড়াতাড়ি পালিয়ে যায় হামলাকারী। দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় এ রকম ঘটনায় চাঞ্চল্য ছড়ায় করাচিতে। সরব হয় ক্রিকেট বিশ্ব।
ঘটনার পর গাড়িটির নম্বর টুকে রাখেন আকরাম। পুলিশের কাছে এএফআইআর দায়ের করেন তিনি। তিনদিন পর অবশেষে একজনকে গ্রেফতার করলো পুলিশ।