ঠিক ৫৯৯ দিন আগের চিত্র- ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে আনন্দে আত্মহারা অসিরা। কিন্তু এবার চিত্র ঠিক উল্টো। অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে ইংলিশদের অ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার। যদিও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। তারপরেও অস্ট্রেলিয়াকে ঠিকই কাঁদিয়ে ছেড়েছে ইংলিশরা। গতকাল ট্রেন্ট ব্রিজে অসিদের ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গেল আড়াই দিনের আগেই। তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১০.৩ ওভার। সেই সঙ্গে প্রথম ইনিংসে ৬০ অলআউট হওয়ার লজ্জাতো আছেই। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় ক্রিকেট থেকেই বিদায়ের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ট্রেন্ট ব্রিজ টেস্টটি হয়তো আলাদাভাবে মনে রাখবেন ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ইংলিশ পেসার মাত্র ১৫ রানে নিয়েছিলেন আট উইকেট। এই টেস্টেই ৩০০ উইকেট শিকারি ক্লাবে নাম লিখেয়েছেন ব্রড। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন মূলত ব্রডই। প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেননি অসি ব্যাটসম্যানরা। তবে বোলারদের প্লাটফরমকে কাজে লাগিয়ে ঠিকই মারকাটারি ব্যাটিং করে ইংলিশ ব্যাটসম্যান জয়টাকে সহজ করে দিয়েছিলেন। তারা ৯ উইকেটে ৩৯১ রান করে ইনিংস ঘোষণা করেছিলেন। তখন জয়টা ছিল ইংলিশদের জন্য সময়ের ব্যাপার মাত্র। তারপরও টেস্টে ক্রিকেটে কতই বিচিত্র ঘটনা ঘটে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের প্রয়োজন ছিল মাথা ঠাণ্ডা রেখে সময় ক্ষেপণ করা। কিন্তু সেটা পারেননি অসি ব্যাটসম্যানরা। তাই রোমাঞ্চকর কোনো কিছু ঘটেনি। তবে দুই অসি ওপেনার শুরুটা ভালোই করেছিলেন। ওয়ার্নার ও রজার্সের উদ্বোধনী জুটিতেই এসেছিল ১১৩ রান। কিন্তু এরপর আর কোনো বড় জুটিই ছিল না। শেষ পর্যন্ত ২৫৩ গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। প্রথম ইনিংসের পরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
এই জয়ে উল্লসিত ইংলিশ ক্রিকেটাররা। তরুণ একটি দল নিয়ে এতো সহজে অ্যাশেজ জিতবেন ভাবতেই পারেননি কুক। তিনি বলেন, ‘এই জয়টা আসলে আমাদের বিশ্বাসের ফল। অ্যাশেজ সিরিজে জয়টা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমাদের দলটা খুবই তরুণ। সিরিজ জয়ের ফলে সবার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।’
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
আড়াই দিনেই জিতল ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর