চলতি অ্যাশেজে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে হটিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। অন্যদিকে, অ্যাশেজের শেষ দুই টেস্টের চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ স্মিথ নেমে গেছেন তিন নম্বরে। ২নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ট্রেন্ট ব্রিজ টেস্ট ইনিংস ব্যবধানে জিতে ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখেন রুট। ট্রেন্ট ব্রিজে একমাত্র ইনিংসে ১৩০ রান করেন এই ডানহাতি। চার টেস্ট শেষে দুটি সেঞ্চুরিতে ৪৩৩ রান করেছেন এ ইংলিশ তারকা। বর্তমানে রুটের রেটিং পয়েন্ট ৯১৭। দুই নম্বরে থাকা ভিলিয়ার্স ও তিন নম্বরে থাকা স্মিথের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৯০ ও ৮৮৪।
অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে ৮ উইকেট নেওয়া স্টুয়ার্ট ব্রড বোলিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। এই ইংলিশ পেসারের রেটিং পয়েন্ট ৮৫২। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে জেমস অ্যান্ডারসন তিনে। আর ৯০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/মাহবুব