২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে গুঁড়িয়ে যায় নেপালের রাজধানী কাঠমান্ডু। তাতে মারা যায় ৯ হাজারের উপর লোক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা ওভাল স্টেডিয়ামে একটি টি-২০ চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সনৎ জয়সুরিয়া, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক রাজের বিশ্ব একাদশ ৩৭ রানে হারিয়েছে নেপাল একাদশকে। বিশ্ব একাদশে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও খেলেন।
কিনরারায় প্রথমে ব্যাট করে বিশ্ব একাদশ ১৯.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয়। দল নায়ক জয়সুরিয়া মাত্র ৬ রান করেন। সর্বোচ্চ ৪৮ রান করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টাইনিস। ২৯ বলের ঝড়ো ইনিংসে ৮টি চার ছাড়াও ছিল একটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ভেনুগোপাল রাও। ছয় নম্বরে ব্যাট করতে নেমে বুলবুল করেন মাত্র ২ রান। সোহাগ গাজী ৫ বলে ৩ এবং আব্দুর রাজ্জাক ৭ বলে ১৬ রান করেন দুই চারে। ১৩৬ রানের টার্গেটে নেপালের ইনিংস শেষ হয় ১৯.২ ওভারে ৯৮ রানে। মালয়েশিয়ান বোলার সুরেশ নভোরত্ন ৩ উইকেট নেন। রাজ্জাক ৪ ওভারে ১১ রানে নেন ২ উইকেট এবং সোহাগ ১ ওভারে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। ম্যাচ সেরা স্টাইনিসও নেন এক উইকেট। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উন্নয়নে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি টস কয়েন উপহার দেয় মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ)। এই কয়েনটি ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল নেপাল-হংকং ম্যাচে। টস করেছিলেন নেপালের অধিনায়ক পলাশ খাড়কা। এই কয়েনটি অকশনে তোলা হবে। অকশনের প্রাপ্ত অর্থ দেওয়া হবে উন্নয়নের জন্য।