লুই ফন গালের শিষ্যরা 'পারফেক্ট' সূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। আলেঙ্ ফার্গুসনের বিদায়ের পর এই প্রথম দলটা শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা করল। গত দুইটা মৌসুমে কী ভোগান্তিই না হয়েছে রেড ডেভিলদের। শনিবার টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে শুভযাত্রা হলো ম্যানইউর। তবে একই দিনে হোঁচট খেল চ্যাম্পিয়ন চেলসি। সোয়ানসে সিটির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে মরিনহোর শিষ্যরা। এই ড্রয়ের চেয়ে মরিনহোর জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াল গোলরক্ষক থিবোট কর্টয়েসের লাল কার্ড। চেলসির চেয়েও বড় হোঁচট খেয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। গতকাল তারা ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হেরে গেছে।
স্ট্যামফোর্ড ব্রিজে ভালোই খেলছিল চ্যাম্পিয়ন চেলসি। ২৩ মিনিটেই ব্রাজিলিয়ান তারকা অস্কার দলকে এগিয়ে দেন। অবশ্য এই গোল ছয় মিনিট পরই শোধ করেন সোয়ানসের ঘানা তারকা আইয়ু। এক মিনিট পরই ফার্নান্দেজের আত্দঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। এটা হতে পারত ম্যাচের ফাইনাল স্কোর লাইনও। কিন্তু ম্যাচের ৫২ মিনিটে কর্টয়েস বিপজ্জনকভাবে প্রতিপক্ষ ফুটবলারকে বাধা দিতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোয়ানসেকে সমতায় নিয়ে আসেন গমিস। এরপর আর চেলসির সামনে আক্রমণের কোনো সুযোগই ছিল না। অস্কারকে উঠিয়ে নেওয়ার পর চেলসির আক্রমণভাগ যেন মুখ থুবড়েই পড়েছিল। এরপর আর তেমন জোরাল কোনো আক্রমণে যেতে পারেনি মরিনহোর শিষ্যরা। তবে প্রতিপক্ষকে রুখে দিয়েছিলেন বিগোভিচরা।
মরিনহো ড্রয়ের চেয়েও বেশি ভাবছেন কর্টয়েসের লাল কার্ড নিয়ে। তবে স্বভাববিরুদ্ধভাবে নিজেকে দারুণ শান্ত রেখেছেন মরিনহো। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, 'আপনারা আমাকে জানেন। বিশেষ করে এমন খারাপ ফলাফলের পর আমাকে নিশ্চয়ই এখানে আশা করেননি। দল সম্পর্কে, ট্র্যান্সফার সম্পর্কে কিংবা আমাদের ব্যয় সম্পর্কে আলোচনা করব বলেও ভাবেননি।' মরিনহো অবশ্য নিজেকে শান্ত রেখে রিপোর্টারদের প্রশ্নের জবাব দিয়েছেন।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথমদিনে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা, লিস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেস। এছাড়াও ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এভারটন।