ফিনা বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে নিজেকে অপরাজেয়ই রাখলেন মার্কিন সাঁতারু কেটি লেদেকি। কেবল অপরাজিত রাখাই নয়, একের পর এক রেকর্ড গড়ে নিজের তারকাখ্যাতিকে নিয়ে গেলেন অনেক উপরে। ৮০০ মিটার ফ্রি স্টাইলে হিটেই চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছিলেন ৮ মিনিট ১৩.২৫ সেকেন্ড টাইমিং করে। ফাইনালে ৮ মিনিট ৭.৩৯ সেকেন্ড টাইমিং করে নিজের গড়া বিশ্ব রেকর্ডটাই (৮ মিনিট ১১ সেকেন্ড, ২০১৪) ভেঙে দিলেন। নিজেকেই ছাড়িয়ে যাওয়া এই কেটি লেদেকি বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে জিতলেন ৫টা স্বর্ণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম কোনো মেয়ে একই আসরে ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতল। তাছাড়া কেটি চার গুনিতক ২০০ মিটার ফ্রি স্টাইলেও স্বর্ণ জিতেছেন। কেটি লেদেকির জন্য দিনটা ছিল দারুণ। ৮ আগস্ট ছিল তার দাদার ৮৮তম জন্মদিন। তিনি টাইমিংটাও রাখলেন আটের কোটায়। তাও ৮০০ মিটার ফ্রি স্টাইলে। কেটি বলছেন, 'আমি সত্যিই দারুণ সুখি এমন দারুণ একটা টাইমিং করতে পেরে। আমি জানতাম যে আজ (শনিবার) আমি কিছু একটা করতে পারব। এমনকি পুলে নামার সময়ই আমার চোখে ভাসছিল বিশ্ব রেকর্ড।' এমন দৃঢ় প্রত্যয় নিয়েই তিনি নতুন একটা রেকর্ডের জন্ম দিলেন। ৮০০ মিটার ফ্রি স্টাইল জয়ের আগে তিনি কাজান চ্যাম্পিয়নশিপে জিতেছেন ২০০ মিটার ফ্রি স্টাইল, ৪০০ মিটার ফ্রি স্টাইল, ১৫০০ মিটার ফ্রি স্টাইল এবং চার গুনিতক ২০০ মিটার ফ্রি স্টাইল। সবমিলিয়ে ক্যারিয়ারে কেটি লেদেকির ঝুলিতে জমল ১৫টা স্বর্ণ পদক। কেটি লেদেকি এককভাবে আধিপত্য বিস্তার করলেও গতকাল বিকাল পর্যন্ত দলগত আধিপত্য ধরে রেখেছিল চীন। ১৪টা স্বর্ণসহ তারা জয় করেছে মোট ৩৪টা পদক। ১২টা স্বর্ণসহ ২৮টা পদক জিতে দ্বিতীয় স্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দল। ৯টা স্বর্ণসহ ১৬টা পদক জিতে তিন নম্বরে স্বাগতিক রাশিয়া। অবশ্য গতকাল শেষদিনে ৮টা স্বর্ণের লড়াই বাকি ছিল। সবগুলোই সাঁতারের।
আর কে না জানে, সাঁতার মানেই মার্কিনীদের আধিপত্য!