ব্যস্ত মৌসুম পার করল বাংলাদেশ ক্রিকেট দল। এখন প্রায় তিন সপ্তাহের বিশ্রামে কাটাচ্ছেন মাশরাফি, সাকিবরা। সময়টুকু পুরোপুরি পরিবারের সঙ্গে কাটাতে চাচ্ছেন ক্রিকেটাররা। অনেকে আবার ব্যক্তিগত কাজও সেরে নিচ্ছেন ফাঁকে ফাঁকে। কেউ সময় কাটাতে দেশের বাইরে গেছেন পরিবার-পরিজন নিয়ে। অনেকে ব্যস্ত শুটিং নিয়ে।
'সাকিব ডাইন' চালু হয়েছে অনেক আগেই। হাশিম আমলা, ডেল স্টেইনসহ দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারই গিয়েছেন সেখানে। ডিনার করেছেন। সেই ছবি আবার ফেসবুকেও দেখা গেছে। বেশ জমজমাট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি চলমান, তারপরও শনিবার সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাকিব। রেস্টুরেন্টের কাজ শেষ। এখন স্ত্রী শিশিরকে নিয়ে উড়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে দুই সপ্তাহ কাটিয়ে ২৬ আগস্ট দেশে ফিরে যোগ দিবেন জাতীয় দলের অনুশীলনে। জাতীয় দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট। অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলবেন সাকিবরা। সিরিজটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এখন বলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, 'এখনই বলা মুশকিল। কেননা কোনো দলই সিরিজ নিয়ে এখনই ভাবছে না। আমাদের ক্রিকেটাররাও ভাবছেন না সিরিজ নিয়ে। সবাই এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।'
সাকিব উড়ে যাচ্ছেন আমেরিকা। বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল তার ভাই নাফিস ইকবাল ও বন্ধুদের সঙ্গে অলস সময় কাটাচ্ছেন ব্যাংককে। মাহমুদুল্লাহ রিয়াদ পরিবার নিয়ে মালয়েশিয়ায়। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সময় কাটাচ্ছেন রবির বিজ্ঞাপন নিয়ে। তার সঙ্গে থাকছেন আরও টাইগার ক্রিকেটার সৌম্য সরকার ও 'বিস্ময় বালক' মুস্তাফিজুর রহমান। যদিও দুজনে এখন পরিবারের সঙ্গে সাতক্ষীরায় অবস্থান করছেন। বিজ্ঞাপন করতে দ্রুত চলে আসবেন ঢাকায়। বিজ্ঞাপনটি হচ্ছে তেজগাঁওয়ের একটি বেসরকারি স্টুডিওতে।