দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর। শনিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া সম্মেলন কক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ সেপ্টেম্বর ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের বাসভবনে ইজিএম অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় শোক দিবস পালনে শেখ রাসেলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। ১৫ আগস্ট বনানীতে শেখ রাসেলসহ নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ রাসেলের কর্মকর্তারা। ২১ আগস্ট চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরসহ ক্লাব কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। সেদিনই টুঙ্গিপাড়ায় গণভোজের ব্যবস্থা করা হবে।
সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে সভায় ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে জাতীয় দলের সঙ্গে শেখ রাসেলের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা চলছে। শেখ রাসেলের নামে একটি টেবিল টেনিস প্রতিযোগিতা হতে পারে।
শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করার ব্যাপারে সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা পরিচালনা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু। সভায় সহ-সভাপতি মীর সমীর, পরিচালক (স্পোর্টস) সালেহ জামান সেলিম, পরিচালক (অর্থ) আবদুল লতিফ, প্রতিষ্ঠাতা সভাপতি ময়নুল হক মনজু, গোলাম রব্বানী হেলাল, নাঈমুর রহমান দুর্জয়, আবুল কাশেম, আলিমুজ্জামান আলম, কাজী কামরুল, জাকির হোসেন, হামিদুল হক শামীম, শাহ আলম, এনায়েত হোসেন মারুফ ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।
দুই সম্মানিত পরিচালক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সভায় উপস্থিত ছিলেন।