শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে পেলেন শফিকুল ইসলাম মানিক। দেশের অন্যতম সেরা কোচ হলেও চলতি ফুটবল মৌসুমে তাকে কোথাও দেখা যায়নি। সত্যি বলতে কী, তার ব্যাপারে কোনো ক্লাবই আগ্রহ দেখায়নি। মানিকের মতো কোচ বেকার থাকবেন, তা ভাবাই যায় না। এ নিয়ে তিনি আক্ষেপ করে বলতেন, ‘কেউ না ডাকলে আমি কী করব!’ না, মানিককে আর বসে থাকতে হচ্ছে না। ঢাকার কোনো ক্লাবে দায়িত্ব না পেলেও মানিককে কোচ হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। গতকালই বিষয়টি চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চট্টগ্রাম আবাহনীর ফুটবল ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘এক বছরের জন্য আমরা মানিকের সঙ্গে চুক্তি করেছি। সামনে স্বাধীনতা কাপ ও সুপার কাপে মানিককে দেখা যাবে চট্টগ্রাম আবাহনীতে। তবে এর আগে ক্লাবটি অনূর্ধ্ব-১৬ ফুটবল ক্যাম্প শুরু করবে। ঢাকায় চলবে খেলোয়াড় বাছাই। আর এ দায়িত্ব পালন করবেন মানিক।’ ফুটবল থেকে অবসর নেওয়ার পর মানিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। মুক্তিযোদ্ধা দিয়ে তার নতুন ক্যারিয়ার শুরু। ১৯৯৭-৯৮ মৌসুমে মুক্তিযোদ্ধা প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মানিকের প্রশিক্ষণে। এ ছাড়া ফেডারেশন কাপ, নিটল টাটা জাতীয় লিগ ও স্বাধীনতা কাপেও মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হয় তার প্রশিক্ষণে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মানিক। লিগ না হলেও নিটল টাটা জাতীয় লিগ জিতেছিল তারই প্রশিক্ষণে। মানিককে পেয়ে চট্টগ্রাম আবাহনী দারুণ খুশি। শাকিল জানান, ‘আমাদের একজন ভালোমানের প্রশিক্ষক দরকার ছিল। মানিক ভাই যোগ দেওয়ায় আমরা আশা করছি সামনের মৌসুমে দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারব।’ মানিক বলেন, ‘আমি যে দলেরই দায়িত্ব পালন করি না কেন, চেষ্টা করি ভালো কিছু করতে। চট্টগ্রাম আবাহনী কোচের দায়িত্ব দেওয়ায় আমি খুশি।’ উল্লেখ্য ১৯৮৫ সালে মানিকের অধিনায়কত্বেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রথম বিভাগ লিগে রানার্স-আপ হয়। ১৯৮৬ সালে যোগ দেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, জারি হলো লকডাউন
- চট্টগ্রামে ডাম্প ট্রাকে লরির ধাক্কায় হেলপার নিহত
- রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে তিন ভাইকে কুপিয়ে জখম
- ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮
- ট্রাম্পের ‘৫০% শুল্ক আরোপের’ ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ভারতের
- ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
- জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
- শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ‘হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল, জনমানুষ ঠিকই বুঝেছিল’
- দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে : বাণিজ্য উপদেষ্টা
- জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা
- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
- চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
- কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান
- এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল
- গণঅভ্যুত্থানে আহত ৩৪ জন এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন : উপদেষ্টা
চট্টগ্রাম আবাহনীর কোচ মানিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর