শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে পেলেন শফিকুল ইসলাম মানিক। দেশের অন্যতম সেরা কোচ হলেও চলতি ফুটবল মৌসুমে তাকে কোথাও দেখা যায়নি। সত্যি বলতে কী, তার ব্যাপারে কোনো ক্লাবই আগ্রহ দেখায়নি। মানিকের মতো কোচ বেকার থাকবেন, তা ভাবাই যায় না। এ নিয়ে তিনি আক্ষেপ করে বলতেন, ‘কেউ না ডাকলে আমি কী করব!’ না, মানিককে আর বসে থাকতে হচ্ছে না। ঢাকার কোনো ক্লাবে দায়িত্ব না পেলেও মানিককে কোচ হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। গতকালই বিষয়টি চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চট্টগ্রাম আবাহনীর ফুটবল ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘এক বছরের জন্য আমরা মানিকের সঙ্গে চুক্তি করেছি। সামনে স্বাধীনতা কাপ ও সুপার কাপে মানিককে দেখা যাবে চট্টগ্রাম আবাহনীতে। তবে এর আগে ক্লাবটি অনূর্ধ্ব-১৬ ফুটবল ক্যাম্প শুরু করবে। ঢাকায় চলবে খেলোয়াড় বাছাই। আর এ দায়িত্ব পালন করবেন মানিক।’ ফুটবল থেকে অবসর নেওয়ার পর মানিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। মুক্তিযোদ্ধা দিয়ে তার নতুন ক্যারিয়ার শুরু। ১৯৯৭-৯৮ মৌসুমে মুক্তিযোদ্ধা প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মানিকের প্রশিক্ষণে। এ ছাড়া ফেডারেশন কাপ, নিটল টাটা জাতীয় লিগ ও স্বাধীনতা কাপেও মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হয় তার প্রশিক্ষণে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মানিক। লিগ না হলেও নিটল টাটা জাতীয় লিগ জিতেছিল তারই প্রশিক্ষণে। মানিককে পেয়ে চট্টগ্রাম আবাহনী দারুণ খুশি। শাকিল জানান, ‘আমাদের একজন ভালোমানের প্রশিক্ষক দরকার ছিল। মানিক ভাই যোগ দেওয়ায় আমরা আশা করছি সামনের মৌসুমে দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারব।’ মানিক বলেন, ‘আমি যে দলেরই দায়িত্ব পালন করি না কেন, চেষ্টা করি ভালো কিছু করতে। চট্টগ্রাম আবাহনী কোচের দায়িত্ব দেওয়ায় আমি খুশি।’ উল্লেখ্য ১৯৮৫ সালে মানিকের অধিনায়কত্বেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রথম বিভাগ লিগে রানার্স-আপ হয়। ১৯৮৬ সালে যোগ দেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাবে।
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
চট্টগ্রাম আবাহনীর কোচ মানিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর