শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে পেলেন শফিকুল ইসলাম মানিক। দেশের অন্যতম সেরা কোচ হলেও চলতি ফুটবল মৌসুমে তাকে কোথাও দেখা যায়নি। সত্যি বলতে কী, তার ব্যাপারে কোনো ক্লাবই আগ্রহ দেখায়নি। মানিকের মতো কোচ বেকার থাকবেন, তা ভাবাই যায় না। এ নিয়ে তিনি আক্ষেপ করে বলতেন, ‘কেউ না ডাকলে আমি কী করব!’ না, মানিককে আর বসে থাকতে হচ্ছে না। ঢাকার কোনো ক্লাবে দায়িত্ব না পেলেও মানিককে কোচ হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। গতকালই বিষয়টি চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চট্টগ্রাম আবাহনীর ফুটবল ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘এক বছরের জন্য আমরা মানিকের সঙ্গে চুক্তি করেছি। সামনে স্বাধীনতা কাপ ও সুপার কাপে মানিককে দেখা যাবে চট্টগ্রাম আবাহনীতে। তবে এর আগে ক্লাবটি অনূর্ধ্ব-১৬ ফুটবল ক্যাম্প শুরু করবে। ঢাকায় চলবে খেলোয়াড় বাছাই। আর এ দায়িত্ব পালন করবেন মানিক।’ ফুটবল থেকে অবসর নেওয়ার পর মানিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। মুক্তিযোদ্ধা দিয়ে তার নতুন ক্যারিয়ার শুরু। ১৯৯৭-৯৮ মৌসুমে মুক্তিযোদ্ধা প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মানিকের প্রশিক্ষণে। এ ছাড়া ফেডারেশন কাপ, নিটল টাটা জাতীয় লিগ ও স্বাধীনতা কাপেও মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হয় তার প্রশিক্ষণে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মানিক। লিগ না হলেও নিটল টাটা জাতীয় লিগ জিতেছিল তারই প্রশিক্ষণে। মানিককে পেয়ে চট্টগ্রাম আবাহনী দারুণ খুশি। শাকিল জানান, ‘আমাদের একজন ভালোমানের প্রশিক্ষক দরকার ছিল। মানিক ভাই যোগ দেওয়ায় আমরা আশা করছি সামনের মৌসুমে দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারব।’ মানিক বলেন, ‘আমি যে দলেরই দায়িত্ব পালন করি না কেন, চেষ্টা করি ভালো কিছু করতে। চট্টগ্রাম আবাহনী কোচের দায়িত্ব দেওয়ায় আমি খুশি।’ উল্লেখ্য ১৯৮৫ সালে মানিকের অধিনায়কত্বেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রথম বিভাগ লিগে রানার্স-আপ হয়। ১৯৮৬ সালে যোগ দেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাবে।
শিরোনাম
- যে কারণে আজ ৩০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ
- বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
- সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু
চট্টগ্রাম আবাহনীর কোচ মানিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর