চেলসি ভক্তদের শত আহ্বানের পরও পিওতর চেক স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যোগ দিয়েছেন আর্সেনালে। তার বিদায়কে মেনে নিয়েই নতুন করে দল সাজিয়েছেন হোসে মরিনহো। চেলসি চেকের অভাব পূরণ করলেও আর্সেনালে নিজের স্থানটা পাকাপোক্ত করতে বেশ কষ্টই করতে হবে। বিশেষ করে এমন একটা বাজে অভিষেকের পর পিওতর নিজের উপরই তেমন একটা আস্থা রাখতে পারছেন না। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলের পরাজয় স্বীকার করেছে।
একজন গোলরক্ষক হিসেবে পিওতর চেক আর্সেনালের জার্সিতে একজন প্রতিরোধকারীর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। এ পরাজয়টা চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক একেবারেই মেনে নিতে পারছেন না। ম্যাচের ঠিক পর পরই নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'প্রথম ম্যাচটা এভাবে শুরু হবে ভাবিনি। এটা একটা সাংঘাতিক ভুল। আমাদের পূর্ণ পয়েন্ট হারাতে হলো। তবে আমাদের সামনের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে এবার।' মৌসুমের শুরুতেই হেরে যাওয়ায় শিরোপার লড়াইটা কঠিনই হয়ে গেল আর্সেনালের জন্য।