ফিনা বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে মার্কিন আধিপত্য স্বীকৃতই ছিল। গত ছয়টা চ্যাম্পিয়নশিপে তারা পদক তালিকায় আধিপত্য বিস্তার করেছিল। কেবল ২০০৯ সালের রোম চ্যাম্পিয়নশিপে মার্কিনীদের সমান স্বর্ণ (১১টি) জিতেছিল চীন। ২০০১ সালের ফুকোকা চ্যাম্পিয়নশিপের পর আর কোনোটাতেই মার্কিন আধিপত্য শেষ করতে পারেনি কোনো দল। ফুকোকায় অস্ট্রেলিয়ানরা ১৩টি স্বর্ণ জিতে শীর্ষ স্থান দখল করেছিল। ছয়টা চ্যাম্পিয়নশিপ পর আমেরিকানদের আধিপত্য শেষ করল চীন। ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো চীনারা চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষস্থান দখল করল। ১৯৯৪ সালের রোম চ্যাম্পিয়নশিপে ১৬টা স্বর্ণ জিতে শীর্ষস্থান অর্জন করেছিল চীনারা। এবার রাশিয়ার কাজান চ্যাম্পিয়নশিপে ১৫টা স্বর্ণসহ মোট ৩৫টা পদক জিতে শীর্ষস্থান দখল করেছে তারা।
অনেক রেকর্ড হলো কাজান চ্যাম্পিয়নশিপে। মার্কিন অষ্টাদশী কেটি লেদেকি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জয় করেছেন পাঁচটা স্বর্ণ। নিজের গড়া বিশ্ব রেকর্ডও ভেঙেছেন বেশ কয়েকবার। কাজান চ্যাম্পিয়ন বিশ্ব সাঁতারের জন্য একটা মাইলফলকই হয়ে থাকবে অনাগত ভবিষ্যতের জন্য। তবে এই চ্যাম্পিয়নশিপ ভবিষ্যতে আরও একটা ঘোষণাও দিবে। এখানেই শেষ হয়েছিল মার্কিনীদের আধিপত্য। কেবল পদক জয়ের ক্ষেত্রেই নয়, মার্কিনীদের প্রধান ইভেন্ট সাঁতারেও এবার হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সাঁতারের ৪২টা স্বর্ণের মধ্যে যুক্তরাষ্ট্র ৮টা, অস্ট্রেলিয়া ৭টা, চীন ৫টা ও গ্রেট ব্রিটেন ৫টা জিতেছে। বাকিগুলো ভাগ করে নিয়েছে ফ্রান্স-হাঙ্গেরির মতো দলগুলো। মার্কিনীদের আধিপত্য সাঁতারে শেষ হওয়ার অর্থই হলো অলিম্পিকেও চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে তারা। সামনেই রিও অলিম্পিক (২০১৬)। চীন সম্ভবত রিওতেও মার্কিনীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে যাচ্ছে।