রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের তথ্যটি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
তিনি বলেন, তিন ইউনিটের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত চলবে।
জানা গেছে, গত ৭ মে ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৮ মে ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, 'এ' ইউনিটের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১২ থেকে ১৭ মে, 'বি' ইউনিটের ১২ থেকে ২০ মে এবং 'সি' ইউনিটের ১২ থেকে ১৪ মে-এর মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তীকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইনে অটো-মাইগ্রেশন বন্ধ করতে হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত), এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশিট, এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের (৩ কপি) প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট অনুষদে ভর্তি সম্পন্ন করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন