জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনার্স ২য় বর্ষের পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট চারলাখ ৩৩ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রে অংশ নিয়েছে। এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
প্রকাশিত ফলাফল জানতে সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu
বিডি প্রতিদিন/আরাফাত