১৬ আগস্ট, ২০১৮ ১১:৩৮

লিবিয়ায় অভ্যুত্থানের ঘটনায় ৪৫ জনের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

লিবিয়ায় অভ্যুত্থানের ঘটনায় ৪৫ জনের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

ন্যাটো সমর্থিক লিবিয়ার বিদ্রোহীরা ২০১১ সালে সরকারি বাহিনীর হাত থেকে ত্রিপলী দখলে নেন।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১১ সালে প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের নির্বিচারে গুলি করে হত্যার দায়ে ৪৫ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা অভ্যুত্থানের সময় সরকারি বাহিনীর সহযোগী হিসেবে অস্ত্র হাতে কাজ করেছিল।

বিবিসির খবর, বুধবার লিবিয়ার একটি আদালত এ রায় দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফি যুগের অবসানের পর এটাই সবোর্চ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত।

২০১১ সালে গণঅভ্যুত্থানের পর গত ৭ বছর ধরে লিবিয়া দেশটিতে শান্তি পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছে।

বিবিসি বলছে, ৪৫ জনের মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ৫৪ জনকে ৫ বছরের জেল এবং আরও ২২ জনকে অভিযোগ হতে খালাস দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর