১৬ আগস্ট, ২০১৮ ১২:৩৫

কিমের সৎ ভাইকে হত্যা, রেহাই পাচ্ছেন না অভিযুক্ত দুই নারী

অনলাইন ডেস্ক

কিমের সৎ ভাইকে হত্যা, রেহাই পাচ্ছেন না অভিযুক্ত দুই নারী

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ভাইকে হত্যার দায়ে অভিযুক্ত দুই নারীর বিচার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার আদালত।

গত বছরের ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যা করা হয় কিম জং উনের ভাই কিম জং নামকে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা কিম জং নামের মুখে কিছু একটা ঘষছেন। এরপরপরই অসুস্থ হয়ে মৃত্যু হয় নামের। তবে দুই নারী নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা বলেছেন, মজার কোনো ভিডিও তৈরির অংশ হিসেবে তারা এটা করেছেন বলে তাদের মনে হয়েছে।  

প্রাপ্ত প্রমাণ যথেষ্ঠ নয়- বিচারক এটা বললে ছাড়া পেয়ে যেতেন দুই নারী। কিন্তু বৃহস্পতিবার কুয়ালালামপুরের শাহ আলম হাইকোর্টের বিচারক আজমি আরিফিন বলেছেন, তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রাপ্ত প্রমাণ যথেষ্ট। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর