মাইকেল ক্লার্ক অধিনায়ক অ্যাশেজের পর অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর ঘোষাণা দেওয়ায় স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া এক প্রকার নিশ্চিত। তবে সহ-অধিনায়কের দায়িত্ব কে পাচ্ছেন সেটি নিয়ে দেশটির ক্রিকেট মহলে জোর আলোচনা চলছেন। এরই মধ্যে ওপেনার ডেভিড ওয়ার্নার সহ-অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।
ডেভিড ওয়ার্নার আপাতত মাইকেল ক্লার্কের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই হিসেবে তারই স্টিভেন স্মিথের সহকারী হওয়ার কথা। কিন্তু মাঠে ‘বিতর্কিত’ আচরণ ও মেজাজ হারানোর ঘটনায় তার প্রতি নাখোশ ক্রিকেট অস্ট্রেলিয়া। এ কারণে তার পরিবার্তে নতুন কেউ এই দায়িত্ব পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে এসব বিষয়ে ওয়ার্নার নিজেকে অনেকটাই শুধরে নিয়েছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
ওয়ার্নার বলেন, ‘রোহিত শর্মার সঙ্গে আমার কিছুটা ঝামেলা হয়েছে। তবে এরপর আমি নিজেকে অনেকটা শুধরে নিয়েছি। সেই ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সেটি আমাকে আরো পরিণত হতে সাহায্য করেছে। যদি (অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হওয়ার) সুযোগ হয়, তবে আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি।’
প্রসঙ্গত, গত বছর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে মাঠে বিবাদে জড়ানো ছাড়াও আরো বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। ২০১৩ সালের অ্যাশেজ সিরিজে রাতের বেলায় বারে ইংলিশ ক্রিকেটার জো রুটের গায়ে হাত তুলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অসি ওপেনার।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৫/মাহবুব