শুরু হচ্ছে গল টেস্ট। কলম্বো টেস্টে ক্রিকেট গুডবাই জানাবেন কুমার সাঙ্গাকারা। তাই বিউগল বাজতে শুরু করেছে আগেই। গল টেস্ট ঘিরেও যেন কেমন যেন বিষাদের সুর বাজছে। সাঙ্গাকারার প্রশংসা করতে গিয়ে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, 'আমার ক্রিকেট ক্যারিয়ারে গত ৮ বছরে দেখেছি কুমার সাঙ্গাকারা আমাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। তিনি সব সময় তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে নিজে থেকেই এগিয়ে আসেন। কিভাবে খেললে আরও ভালো করা যায়, কোন শটটা না খেললেও হতো এমন নানা পরামর্শ দিয়েছেন তিনি। সাঙ্গাকারা দলে থাকলে শুধু ব্যাটসম্যানরা নন, বোলারদেরও আত্দবিশ্বাস বেড়ে যায়। আপনি যখনই তার কাছে যাবেন সবচেয়ে ভালো পরামর্শই পাবেন।' ক্যারিয়ারের শেষ টেস্ট না হলেও গলে তো অবশ্যই বিদায়ী ম্যাচ কুমার সাঙ্গাকারার। তাই ভক্তদের প্রত্যাশাও অনেক বেশি। ম্যাচের জয়ের পাশাপাশি সাঙ্গাকারার ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে চান দর্শকরা। সাঙ্গার সতীর্থরাও চান ভারতের বিরুদ্ধে গলেতে জয় দিয়েই শুরু হোক তিন ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, 'জয়টা খুবই জরুরি। তবে শুরু থেকেই আমাদেরকে সতর্ক হয়ে খেলতে হবে।'
বিরাট কোহলির জন্যও এই সিরিজ একটা বড় পরীক্ষা। ভারত যত শক্তিশালীই হোক না কেন বিদেশের মাটিতে তারা ভালো করতে পারে না। শ্রীলঙ্কার মাটিতে ভারত ১৯৯৩ সালের পর আর কোনো সিরিজ জিততে পারেনি। তাছাড়া বর্তমান দলে অধিকাংশই তরুণ। এই দল নিয়েই শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সফরকারীরা।
গল টেস্টের সব আলো যেন এক সাঙ্গাকারার ওপর। সবাই সাঙ্গাকারাকে নিয়ে ব্যস্ত। তাই ভারতীয় বোলারদের চ্যালেঞ্জটা একটু বেশি। তারা কোনোক্রমেই সাঙ্গাকে বড় ইনিংস খেলতে দিতে চান না। সাঙ্গাকারাও নিশ্চয়ই চাইবেন সব প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে গলে স্মরণীয় কিছু একটা করতে।