শেষ পর্যন্ত প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়াচ্ছে। যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে যাচ্ছে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানান। তবে বড় দুই দল মোহামেডান, মেরিনার্স ছাড়াও ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং এবারও অংশ নিচ্ছে না অনেকটা নিশ্চিত করে বলা যায়। গত মৌসুমে এই চার দল অংশ না নিলেও লিগ অনুষ্ঠিত হয়েছে। এতে আবাহনী ও ঊষা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। নতুন মৌসুমে সব দলের অংশগ্রহণে লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মাঠে ফিরে আসার আহ্বান জানিয়ে জয় চার ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। কিন্তু চার ক্লাবের একটাই কথা ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা হকির কোনো কর্মসূচিতে অংশ নেবে না। এখানে উপমন্ত্রীর আন্তরিকতার কমতি ছিল না। কিন্তু বারবার মোহামেডান ও মেরিনার্সের আপত্তির কারণে তার উদ্যোগ থেমে যাচ্ছিল। এর মধ্যে আবার ঊষাও জানিয়েছিল সব দল অংশ না নিলে তাদের পক্ষে লিগ খেলা সম্ভব নয়। এখন উপমন্ত্রী ঊষার সাধারণ সম্পাদক রশিদ শিকদারকে দায়িত্ব দিয়েছেন চার ক্লাবের সঙ্গে আলাপ করতে। রশিদ আবার ফেডারেশনের সহ-সভাপতিও। রশিদ আলাপ চালাচ্ছেন ঠিকই। কিন্তু চার ক্লাবের মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল মোহামেডানের এক কর্মকর্তা জানালেন, বর্তমান সাধারণ সম্পাদক পদত্যাগ না করা পর্যন্ত আমরা কোনো অবস্থায় মাঠে নামব না। এক সময় মনে হচ্ছিল চার ক্লাব না খেললে লিগই হবে না। এখন নাকি উপমন্ত্রীর নির্দেশে ফেডারেশন প্রস্তুতি নিচ্ছে তাদের ছাড়াই লিগ শুরু করার।
গতকাল এনিয়ে ফেডারেশনে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানালেন, বার বার আহ্বান জানানোর পরও কেউ যদি সাড়া না দেয় তাহলেতো আমরা বসে থাকতে পারি না। এখনো চেষ্টা চলছে। এরপরও যদি রাজি না হয় অবশ্যই তাদের ছাড়াই লিগ শুরু করব। ঊষা কি খেলবে, এ ব্যাপারে রহমত উল্লাহ বলেন, তাদের কর্মকর্তা রশিদ শিকদারকে উপমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সবাইকে রাজি করিয়ে লিগ শুরু করতে। সুতরাং ঊষার না খেলার কোনো কারণ দেখছি না। এ ব্যাপারে রশিদ বলেন, আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। বুধবার সব দলের সঙ্গে বসবো। আশা করি এখানে ভালো কিছু সিদ্ধান্ত হয়ে যাবে।
শিরোনাম
- এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের
- যে কারণে আজ ৩০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ
- বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
- সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
অবশেষে প্রিমিয়ার হকি লিগ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর