শেষ পর্যন্ত প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়াচ্ছে। যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে যাচ্ছে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানান। তবে বড় দুই দল মোহামেডান, মেরিনার্স ছাড়াও ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং এবারও অংশ নিচ্ছে না অনেকটা নিশ্চিত করে বলা যায়। গত মৌসুমে এই চার দল অংশ না নিলেও লিগ অনুষ্ঠিত হয়েছে। এতে আবাহনী ও ঊষা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। নতুন মৌসুমে সব দলের অংশগ্রহণে লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মাঠে ফিরে আসার আহ্বান জানিয়ে জয় চার ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। কিন্তু চার ক্লাবের একটাই কথা ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা হকির কোনো কর্মসূচিতে অংশ নেবে না। এখানে উপমন্ত্রীর আন্তরিকতার কমতি ছিল না। কিন্তু বারবার মোহামেডান ও মেরিনার্সের আপত্তির কারণে তার উদ্যোগ থেমে যাচ্ছিল। এর মধ্যে আবার ঊষাও জানিয়েছিল সব দল অংশ না নিলে তাদের পক্ষে লিগ খেলা সম্ভব নয়। এখন উপমন্ত্রী ঊষার সাধারণ সম্পাদক রশিদ শিকদারকে দায়িত্ব দিয়েছেন চার ক্লাবের সঙ্গে আলাপ করতে। রশিদ আবার ফেডারেশনের সহ-সভাপতিও। রশিদ আলাপ চালাচ্ছেন ঠিকই। কিন্তু চার ক্লাবের মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল মোহামেডানের এক কর্মকর্তা জানালেন, বর্তমান সাধারণ সম্পাদক পদত্যাগ না করা পর্যন্ত আমরা কোনো অবস্থায় মাঠে নামব না। এক সময় মনে হচ্ছিল চার ক্লাব না খেললে লিগই হবে না। এখন নাকি উপমন্ত্রীর নির্দেশে ফেডারেশন প্রস্তুতি নিচ্ছে তাদের ছাড়াই লিগ শুরু করার।
গতকাল এনিয়ে ফেডারেশনে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানালেন, বার বার আহ্বান জানানোর পরও কেউ যদি সাড়া না দেয় তাহলেতো আমরা বসে থাকতে পারি না। এখনো চেষ্টা চলছে। এরপরও যদি রাজি না হয় অবশ্যই তাদের ছাড়াই লিগ শুরু করব। ঊষা কি খেলবে, এ ব্যাপারে রহমত উল্লাহ বলেন, তাদের কর্মকর্তা রশিদ শিকদারকে উপমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সবাইকে রাজি করিয়ে লিগ শুরু করতে। সুতরাং ঊষার না খেলার কোনো কারণ দেখছি না। এ ব্যাপারে রশিদ বলেন, আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। বুধবার সব দলের সঙ্গে বসবো। আশা করি এখানে ভালো কিছু সিদ্ধান্ত হয়ে যাবে।
শিরোনাম
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
- উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
- ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান থেকে ভলিবল টুর্নামেন্ট উজবেকিস্তানে
- লক্ষ্মীপুরে আন্তঃপ্রাথমিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাউন সরকারি বিদ্যালয়
- টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা
- শৃঙ্খলা ভঙ্গ: সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত
- কুড়িগ্রামে পৃথক ঘটনায় পিতা-পুত্রসহ গ্রেফতার ১৭
- সিআইএ থেকে ১২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের
- বিয়েভীতি নিয়ে জাহিদ হাসানের ‘ভাল্লাগেনা’
- নারী সংস্কার কমিশনের প্রস্তাব ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে : মামুনুল হক
- বিএনপির সমর্থনে ইউনূস সরকার টিকে আছে : শামসুজ্জামান দুদু
অবশেষে প্রিমিয়ার হকি লিগ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর