শেষ পর্যন্ত প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়াচ্ছে। যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে যাচ্ছে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানান। তবে বড় দুই দল মোহামেডান, মেরিনার্স ছাড়াও ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং এবারও অংশ নিচ্ছে না অনেকটা নিশ্চিত করে বলা যায়। গত মৌসুমে এই চার দল অংশ না নিলেও লিগ অনুষ্ঠিত হয়েছে। এতে আবাহনী ও ঊষা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। নতুন মৌসুমে সব দলের অংশগ্রহণে লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মাঠে ফিরে আসার আহ্বান জানিয়ে জয় চার ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। কিন্তু চার ক্লাবের একটাই কথা ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটি বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা হকির কোনো কর্মসূচিতে অংশ নেবে না। এখানে উপমন্ত্রীর আন্তরিকতার কমতি ছিল না। কিন্তু বারবার মোহামেডান ও মেরিনার্সের আপত্তির কারণে তার উদ্যোগ থেমে যাচ্ছিল। এর মধ্যে আবার ঊষাও জানিয়েছিল সব দল অংশ না নিলে তাদের পক্ষে লিগ খেলা সম্ভব নয়। এখন উপমন্ত্রী ঊষার সাধারণ সম্পাদক রশিদ শিকদারকে দায়িত্ব দিয়েছেন চার ক্লাবের সঙ্গে আলাপ করতে। রশিদ আবার ফেডারেশনের সহ-সভাপতিও। রশিদ আলাপ চালাচ্ছেন ঠিকই। কিন্তু চার ক্লাবের মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল মোহামেডানের এক কর্মকর্তা জানালেন, বর্তমান সাধারণ সম্পাদক পদত্যাগ না করা পর্যন্ত আমরা কোনো অবস্থায় মাঠে নামব না। এক সময় মনে হচ্ছিল চার ক্লাব না খেললে লিগই হবে না। এখন নাকি উপমন্ত্রীর নির্দেশে ফেডারেশন প্রস্তুতি নিচ্ছে তাদের ছাড়াই লিগ শুরু করার।
গতকাল এনিয়ে ফেডারেশনে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানালেন, বার বার আহ্বান জানানোর পরও কেউ যদি সাড়া না দেয় তাহলেতো আমরা বসে থাকতে পারি না। এখনো চেষ্টা চলছে। এরপরও যদি রাজি না হয় অবশ্যই তাদের ছাড়াই লিগ শুরু করব। ঊষা কি খেলবে, এ ব্যাপারে রহমত উল্লাহ বলেন, তাদের কর্মকর্তা রশিদ শিকদারকে উপমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সবাইকে রাজি করিয়ে লিগ শুরু করতে। সুতরাং ঊষার না খেলার কোনো কারণ দেখছি না। এ ব্যাপারে রশিদ বলেন, আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। বুধবার সব দলের সঙ্গে বসবো। আশা করি এখানে ভালো কিছু সিদ্ধান্ত হয়ে যাবে।
শিরোনাম
- ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
- জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
- শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ‘হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল, জনমানুষ ঠিকই বুঝেছিল’
- দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে : বাণিজ্য উপদেষ্টা
- জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা
- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
- চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
- কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান
- এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল
- গণঅভ্যুত্থানে আহত ৩৪ জন এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন : উপদেষ্টা
- রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ নারী আটক
- শেরপুরে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ
- এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল : মির্জা আব্বাস
- জুলাই আন্দোলনে নিখোঁজ মুন্নার পরিবারের পাশে বিএনপি
- সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ
- জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক রহমান
অবশেষে প্রিমিয়ার হকি লিগ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর