ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তিরস্কার করেছে কর্ণাটকের উচ্চ আদালত। কিছুদিন আগে ভারতের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক সাময়িকীর প্রচ্ছদে ধোনিকে ভারতীয় দেবতা বিষ্ণুর রূপে হাজির করান হয়েছিল। সেখানে ধোনির আটটি হাত ছিল। আর আট হাতে ছিল ধোনি যেসব নামকরা পণ্যের দূত হিসেবে কাজ করেন সেইসব পণ্য। কিন্তু ঝামেলা হয়েছে, ওই পণ্যগুলোর মধ্যে একটি ছিল বিখ্যাত এক কোম্পানির জুতা। সে কারণেই ক্ষেপে গিয়েছিলেন বিষ্ণুর ভক্তরা। এক ব্যক্তি ধোনির বিরুদ্ধে মামলাও করেন উচ্চ আদালতে। সেই মামলার শুনানি চলছে। সেই শুনানিতে বিচারপতি এ এন বেনুগোপাল গোওড়া ধোনিকে উদ্দেশ্য করে তিরস্কারের সুরে বলেছেন, 'তারকারা শুধুমাত্র টাকার লোভে বিজ্ঞাপন করেন। কিন্তু এর কোনো দায়-দায়িত্ব নেন না। এ কারণে যে কি সমস্যা তৈরি হয় বা হতে পারে এ ব্যাপারে তারা কোনো বিবেচনাই করেন না।' অবশ্য এই শুনানিতে ধোনির আইনজীবী বেশ বুক ফুলিয়ে জানিয়েছেন, এজন্য তার মক্কেল কোনোক্রমেই দায়ী নন।