বিশ্বকাপ শেষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলার কথা পাকিস্তানের। অথচ ঝুলে গেছে সিরিজটির ভবিষ্যৎ। দুবাইয়ে আইসিসির সভা শেষে খেলতে আসায় শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান। সিরিজের ৫০ শতাংশ লভ্যাংশ দাবি করেছে দেশটি। পিসিবির এমন শর্তেই সৃষ্টি হয়েছে শঙ্কার। শুধু লভ্যাংশই দাবি করেই থেমে থাকেনি, দল পাঠানোর শর্তও দিয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কাল স্পষ্ট করেই জানিয়ে দেন, পাকিস্তান সফরে বাংলাদেশের জাতীয় দল পাঠাবে না। ২০১১-১২ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে পাকিস্তান। ২০১৪ সালে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপেও অংশ নেয়। এখন শর্ত জুড়ে দেওয়ায় বিরক্ত বিসিবি। কাল বিসিবি সভাপতি মিডিয়ার মুখোমুখিতে বলেন, 'লভ্যাংশ দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। এশিয়া কাপে পাকিস্তান আসতে চায়নি। তাদেরকে জোর করে আনা হয়। সিরিজ আয়োজনের বিষয়ে আমরা পিসিবিকে চিঠি পাঠিয়েছি।' পাকিস্তানে দল পাঠানোর বিষয়ে জানান, নিরাপত্তার ওপর নির্ভর করবে দল পাঠানোর বিষয়টি। তবে জাতীয় দল পাঠানো হবে বলে জানান বিসিবি সভাপতি, 'দল পাঠানোর বিষয় নির্ভর করছে নিরাপত্তার বিষয়। তার ওপরই নির্ভর করছে দল পাঠানোর বিষয়। তবে পাকিস্তান সফরে জাতীয় দল পাঠানোর চিন্তাভাবনা মাথায় নেই।' জাতীয় দল না পাঠালেও অনূধর্্ব-১৭ দল পাঠানো হতে পারে পাকিস্তানে। বিশ্বকাপের পর লম্বা সিডিউল জাতীয় দলের। খেলতে আসবে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালে ইডেন গার্ডেনে একটি টেস্ট হবে জানান বিসিবি সভাপতি, 'বিশ্বকাপের পর পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত আসবে। ভারত টেস্ট না ওয়ানডে খেলবে, সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। তবে এটা ঠিক, ২০১৬ সালে ভারত সফরে আমরা ইডেন গার্ডেনে একটি টেস্ট খেলব নিশ্চিত।' বিশ্বকাপ ক্রিকেট শুরু ১৪ ফেব্রুয়ারি। বাংলাদেরে প্রথম খেলা ১৮ ফেব্রুয়ারি। সেই ম্যাচে তামিম ইকবাল খেলবেন কিনা, এখন নিশ্চিত নয়। তার খেলা, না খেলার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'তামিমের সঙ্গে কথা হয়েছে। সুজন, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। তারা জানিয়েছেন, তামিম সুস্থ। তামিম আমাকে জানিয়েছে, সে সুস্থ। সে খেলবে তবে আমার মনে হয়, প্রথম মাচে ড্রপ হতে পারেন।' দেশ ছাড়ার আগে টাইগার অধিনায়ক মাশরাফি জানিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের প্রত্যাশার কথা। কাল মিডিয়ার মুখোমুখিতে সে রকম কোনো প্রত্যাশার কথা বলেননি বিসিবি সভাপতি, 'কন্ডিশনটা অন্যরকম। এখানে আমি মনে করি আফগানিস্তান ও স্কটল্যান্ড আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থানে। আফগানিস্তানের পেস অ্যাটাক খুবই ভালো। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। এছাড়া শ্রীলঙ্কা এশিয়ার সেরা দল। তারপরও আমি মনে করি আমাদের ভালো খেলা উচিত।'