আজও টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। শুরুতেই প্রথম দুই ওভারে দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখের বিদায় নেয়। এর মাধ্যমে ফের চরম বিপদে পরে যায় বাংলাদেশ। তবে বাংলাদেশ দলে বর্তমানে আস্থার প্রতীক আফিফ হোসেন ক্রিজে এসে ধরলেন দলের হাল। যে শাহীন আফ্রিদির বলে সবাই ভয়ে কাতর, তার বলেই মারলেন ছয়। মিরপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে বিপদে পড়লেও আফিফের দৃঢ় ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন আফিফ। তার এই রানে শেষ পর্যন্ত লড়াই করার সুযোগ পায় টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লে শেষে তিনি ১৩ রান করেন। তাছাদা নাজমুল শান্তও বেশ ভালোই খেলছেন। তবে ২১ বলে ২০ রান করে ক্যাচ আউট করে লড়াই থামিয়েছেন আফিফ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেটে ৫৭ রান। তিন নম্বরে নামা নাজমুল শান্ত অপরাজিত রয়েছেন ২১ বলে ২৮ রানে। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিডি-প্রতিদিন/শফিক