লড়াই করে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪ বলে ৪০ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছিন। এর আগে, ১৫ বলে ১২ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আজও পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম ওভারে উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করেছেন শাহীন শাহ আফ্রিদি। হাসান আলীর পরিবর্তে দলে ফিরে আফ্রিদি প্রথম ওভারেই পেলেন উইকেটের স্বাদ। তার শিকার সাইফ হাসান। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করা সাইফ এবার গোল্ডেন ডাক হলেন। দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারায় নাঈম শেখের উইকেট। ডানহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের অফস্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে চালাতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ২ রান করা নাঈম।
দুই উইকেট হারিয়ে রান খরা কাটিয়ে আফিফের ব্যাটে স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। তবে উইকেটরক্ষক রিজওয়ানের সহজ ক্যাচে পরিণত হয়ে তিনিও ফেরেন সাজঘরে। ১টি করে চার-ছয়ের মারে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২১ রান।
আফিফের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও একই কাজ করেন, ১৫ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। এরপর আশা দেখিয়ে বড় ইনিংস খেলতে পারলেন না নাজমুল হোসেন শান্তও। ৩৪ বলে ৫ বাউন্ডারিতে ৪০ রান করেন শান্ত। এরপর পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে চাপে পড়ে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১০৮।
বিডি-প্রতিদিন/শফিক